প্রণবের প্রার্থীপদ বাতিলের দাবি সাংমার

লাভজনক পদ বিতর্ক এবার রাষ্ট্রপতি ভোটে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজের দাবি তুললেন পি এ সাংমা। তাঁর বক্তব্য, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যান পদে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। আর এ ধরনের লাভজনক পদে থাকার কারণে তাঁর প্রার্থীপদ খারিজের দাবি জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী সাংমা।

Updated By: Jul 2, 2012, 04:50 PM IST

লাভজনক পদ বিতর্ক এবার রাষ্ট্রপতি ভোটে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজের দাবি তুললেন পি এ সাংমা। তাঁর বক্তব্য, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যান পদে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। আর এ ধরনের লাভজনক পদে থাকার কারণে তাঁর প্রার্থীপদ খারিজের দাবি জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী সাংমা। এনিয়ে রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে অভিযোগও জানিয়েছেন তিনি। অন্যদিকে, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে ভুলবশত তাদের ওয়েবাসইটে প্রণব মুখোপাধ্যায়ের নাম থেকে গিয়েছে। গত ২০ জুনই আইএসআই-এর চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়।
অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে আগামিকাল উত্তর প্রদেশে যাচ্ছেন ইউপিএ-র প্রার্থী প্রণব মুখার্জি। লখনউয়ে তিনি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতি নির্বাচনে সমাজবাদী পার্টি প্রথমে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এপিজে আব্দুল কালামের নাম প্রস্তাব করে। পরে একশ আশি ডিগ্রি ঘুরে গিয়ে দলের নেতা মুলায়ম সিং যাদব জানিয়ে দেন, প্রণব মুখার্জির সঙ্গেই রয়েছেন তাঁরা। প্রণব মুখার্জির দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্যের বিরোধী দল বহুজন সমাজ পার্টিও। দলের নেত্রী আগেই ঘোষণা করেন, রাষ্ট্রপতি নির্বাচনে তাঁরা প্রণব মুখার্জিকে সমর্থন করবেন। এই সফরে বিএসপি নেতৃত্বের সঙ্গেও দেখা করতে পারেন প্রণববাবু। মঙ্গলবার রাজ্যের কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও তাঁর কথা হবে বলে সূত্রের খবর।

.