দশ রাজ্যে 'বিজয়িনী' পরাজিত মীরা কুমার

Updated By: Jul 21, 2017, 12:50 PM IST
দশ রাজ্যে 'বিজয়িনী' পরাজিত মীরা কুমার

ওয়েব ডেস্ক: পরাজিতের পাশে থাকল দেশের দশ রাজ্য। আর তার নেতৃত্বে খোদ পশ্চিমবঙ্গ। দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে গেছেন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। প্রত্যাশিতভাবেই প্রবলভাবে পরাজিত হয়েছেন ইউপিএ প্রার্থী তথা লোকসভার প্রাক্তন অধ্যক্ষা মীরা কুমার। কিন্তু তা সত্বেও দশটি রাজ্যের বিধানসভা থেকে উল্লেখযোগ্যভাবে জয় পেয়েছেন মীরা কুমার। দেখে নিন, কোন কোন রাজ্য থেকে কোবিন্দকে পেছনে ফেলে এগিয়ে থাকলেন মীরা কুমার-

 

  • পশ্চিমবঙ্গ - মীরা কুমার-২৭৩, রামনাথ কোবিন্দ-১১
  • হিমাচল প্রদেশ – মীরা কুমার-৩৭, কোবিন্দ-৩০।
  • কর্ণাটক – মীরা কুমার-১৬৩, রামনাথ কোবিন্দ-৫৬।
  • কেরল - মীরা কুমার-১৩৮, রামনাথ কোবিন্দ-১।
  • মেঘালয় - মীরা কুমার-৪১, রামনাথ কোবিন্দ-৮।
  • মিজোরাম - মীরা কুমার-৩১, রামনাথ কোবিন্দ-৬।
  • পঞ্জাব - মীরা কুমার-৯৫, রামনাথ কোবিন্দ-১৮।
  • ত্রিপুরা - মীরা কুমার-৫৩, রামনাথ কোবিন্দ-৭।
  • এনসিটি-দিল্লি - মীরা কুমার-৫৫, রামনাথ কোবিন্দ-৬।
  • পদুচেরী - মীরা কুমার-১৯, রামনাথ কোবিন্দ-১০।

 

প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে এবার মোট ভোটারের সংখ্যা ছিল- ৪,৯৮৬ এবং মোট ভোটমূল্য ১০,৯৮,৯০৩। এরমধ্যে কোবিন্দ পেয়েছেন ২৯৩০টি ভোট যার সম্মিলিত মূল্য ৭,০০,২৪৪ (৬৫.৬৫%)। আর মীরা কুমারের ঝুলিতে ঢুকেছে ১৮৪৪টি ভোট যার মোট মূল্য ৩,৬৭,৩১৪ (৩৪.৩৫%)। (আরও পড়ুন- রাষ্ট্রপতি নির্বাচনে এরাজ্যে অতিরিক্ত ৫টি ভোট পেলেন রামনাথ কোবিন্দ)

.