অন্ধ্রপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভেঙে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ ৩০ এপ্রিল থেকে বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠকে এই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়। ইতিমধ্যেই প্রস্তাবটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Updated By: Apr 26, 2014, 10:53 AM IST

অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভেঙে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ ৩০ এপ্রিল থেকে বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠকে এই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়। ইতিমধ্যেই প্রস্তাবটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

শনিবার অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ইএসএল নরসিমহানের দেওয়া রিপোর্টের পরেই এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। তেলেঙ্গানা ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদ থেকে কিরণকুমার রেড্ডির পদত্যাগের পর পয়লা মার্চ থেকে অন্ধ্রপ্রদেশে জারি হয় রাষ্ট্রপতির শাসন। নিয়মমত যে কোনও রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে তার দু মাসের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়। কিন্তু লোকসভা ভোট চলায় এই মুহূর্তে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের বিষয়টি অনুমোদনের জন্য সংসদের অধিবেশন ডাকা সম্ভব নয়। ফলে অন্ধ্রপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি সংসদে অনুমোদনের জন্য আরও বেশ কিছুটা সময় পেল কেন্দ্র।

.