Ram Nath Kovind: অযোধ্যা ভ্রমণে রাষ্ট্রপতি, পুজো দেবেন নির্মীয়মাণ রাম মন্দিরে
রাম মন্দির নির্মাণে ৫ লক্ষ টাকা দান করেন রাষ্ট্রপতি
![Ram Nath Kovind: অযোধ্যা ভ্রমণে রাষ্ট্রপতি, পুজো দেবেন নির্মীয়মাণ রাম মন্দিরে Ram Nath Kovind: অযোধ্যা ভ্রমণে রাষ্ট্রপতি, পুজো দেবেন নির্মীয়মাণ রাম মন্দিরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/25/341209.png)
নিজস্ব প্রতিবেদন: চলতি মাসের ২৬ থেকে ২৯ তারিখ উত্তরপ্রদেশ ভ্রমণে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যোগীরাজ্যের তিন শহর লখনউ, গোরক্ষপুর, অযোধ্যায় ভ্রমণে যাবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন সূত্রে এমনই খবর জানানো হয়েছে। ২৯ তারিখ অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দির ঘুরে পুজো দেবেন তিনি।
সূত্রের খবর, এদিন অযোধ্যায় একগুচ্ছ প্রকল্পেরও সূচনা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তুলসী স্মারক ভবন, শহরের বাসস্ট্যান্ড এ অযোধ্যা ধামের উন্নয়নে নয়া প্রকল্পের সূচনা করবেন কোবিন্দ। এদিকে, তার আগে ২৬ ও ২৭ তারিখ লখনউতে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর সম্পূর্ণনন্দের মূর্তি উদ্বোধনে দুটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন: Afghanistan Crisis: কাবুল থেকে ভারতে ফেরা ১৬ জনের দেহে করোনা সংক্রমণ
২৮ তারিখ গোরক্ষপুরে কলেজ ও বিশ্ববিদ্যালয় উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। এর আগে জুন মাসেই কানপুরে নিজের গ্রামে ভ্রমণে গিয়েছিলেন রাষ্ট্রপতি।
राष्ट्रपति कोविन्द ने कानपुर की अपनी रेल यात्रा के दौरान कानपुर देहात के झींझक और रूरा रेलवे स्टेशनों पर जनता का अभिवादन स्वीकार किया तथा अपने स्कूल और समाज सेवा के शुरुआती दिनों के पुराने परिचितों के साथ मुलाकात की। pic.twitter.com/5adPWYymsA
— President of India (@rashtrapatibhvn) June 25, 2021