নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন রাষ্ট্রপতির
প্রজাতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আর সেখানেই নোটবাতিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই দাঁড়ালেন তিনি। তার কথায়, ''নোট বাতিলের ফলে দেশের অর্থনীতি মন্থর হলেও, ক্যাশলেস লেনদেনের ফলে দেশে ক্রমশ স্বচ্ছতা বাড়বে।''
ওয়েব ডেস্ক : প্রজাতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আর সেখানেই নোটবাতিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই দাঁড়ালেন তিনি। তার কথায়, ''নোট বাতিলের ফলে দেশের অর্থনীতি মন্থর হলেও, ক্যাশলেস লেনদেনের ফলে দেশে ক্রমশ স্বচ্ছতা বাড়বে।''
আরও পড়ুন- নির্বাচনে জিতে মানুষের সেবা করতে চান ৯৫ বছরের প্রার্থী!
তিনি বলেন, ''দেশের আর্থিক অবস্থার পরিবর্তন আনা দরকার। এখনও প্রতি পাঁচজন ভারতীয়ের মধ্যে অন্তত একজন দারিদ্র্যসীমার নীচে বসবাস করে। তার পরও আমাদের আর্থিক বৃদ্ধির হার ১০ শতাংশের মাত্রা ছাড়িয়েছে।" অন্যদিকে, দেশের প্রতিটি রাজ্যে একসঙ্গে বিধানসভা নির্বাচন করানোর পক্ষে সওয়াল করেন রাষ্ট্রপতি।