সন্ত্রাসবাদী কার্যকলাপে মদতের জন্য পাকিস্তানের সমালোচনায় রাষ্ট্রপতি

সন্ত্রাসবাদী কার্যকলাপে মদতের জন্য পাকিস্তানকে  বিঁধলেন প্রণব মুখোপাধ্যায়। বেলজিয়ামে এক সাক্ষাত্‍কারে রাষ্ট্রবিহীন কুশীলবের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর বক্তব্য,জঙ্গিরা তো আকাশ থেকে পড়ে না। তারা প্রতিবেশি রাষ্ট্রের মাটিতেই থাকে। পাকিস্তানে সক্রিয় সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি করেছেন ভারতের রাষ্ট্রপতি।

Updated By: Oct 4, 2013, 08:32 PM IST

সন্ত্রাসবাদী কার্যকলাপে মদতের জন্য পাকিস্তানকে  বিঁধলেন প্রণব মুখোপাধ্যায়। বেলজিয়ামে এক সাক্ষাত্‍কারে রাষ্ট্রবিহীন কুশীলবের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর বক্তব্য,জঙ্গিরা তো আকাশ থেকে পড়ে না। তারা প্রতিবেশি রাষ্ট্রের মাটিতেই থাকে। পাকিস্তানে সক্রিয় সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি করেছেন ভারতের রাষ্ট্রপতি।
যেন চাঘাইয়ের জবাব এল পোখরান খেকে ! মুম্বই সন্ত্রাসের পর পাক প্রেসিডেন্ট আসিফ আলি জরদারি মন্তব্য করেছিলেন,ওই জঙ্গিরা রাষ্ট্রবিহীন কুশীলব। প্রাক্তন পাক প্রেসিডেন্টের তত্ত্ব নস্যাত্‍ করে দিয়ে ভারতের রাষ্ট্রপতির প্রশ্ন, সন্ত্রাসবাদীরা কী আকাশ থেকে পড়ে ?
ছদিনের ইউরোপ সফরে রাষ্ট্রপতির প্রথম গন্তব্য ছিল বেলজিয়াম। ব্রাসেলসে ইউরোনিউজের মুখোমুখি হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। ওই সাক্ষাত্‍কারে তিনি বলেন, পাক ভূখণ্ডে ভারত বিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না ।
কয়েকদিন আগেই নিউইয়র্কে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মনমোহন সিং। কিন্তু জম্মু কাশ্মীরে পাক অনুপ্রবেশ বন্ধ হয়নি । রাষ্ট্রপতির দাবি,পাকিস্তানের সঙ্গে চিরকালই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত ।

.