পিটার মুখার্জির পলিগ্রাফ পরীক্ষাও হতে পারে
শিনা খুনের পিছনে ক্রমশ জোরাল হয়ে উঠছে আর্থিক স্বার্থের তত্ব।গতকাল ফের পিটার মুখার্জিকে নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই। প্রাক্তন মিডিয়া ব্যারনকে জেরার জন্য আবার দিল্লিতে আনা হয়েছে। সেখানে তার পলিগ্রাফ পরীক্ষাও হতে পারে।
ওয়েব ডেস্ক: শিনা খুনের পিছনে ক্রমশ জোরাল হয়ে উঠছে আর্থিক স্বার্থের তত্ব।গতকাল ফের পিটার মুখার্জিকে নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই। প্রাক্তন মিডিয়া ব্যারনকে জেরার জন্য আবার দিল্লিতে আনা হয়েছে। সেখানে তার পলিগ্রাফ পরীক্ষাও হতে পারে।
তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে দুহাজার ছয়-সাত সাল নাগাদ নাইনএক্স মিডিয়া থেকে অন্য নটি কোম্পানিতে টাকা সরিয়ে ছিলেন পিটার ও ইন্দ্রাণী। সেই টাকার পরিমাণ প্রায় ৯০০ কোটি। সেই সঙ্গে সিঙ্গাপুরে HSBC ব্যাঙ্কে শিনার নামে একটি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে।
ওই অ্যাকাউন্টের লেনদেন নিয়ে জানতে ইন্টারপোলের সাহায্য চেয়েছে সিবিআই।
শিনা খুনে আরও চাঞ্চল্য কর তথ্য পেয়েছে সিবিআই। শিনা খুন হওয়ার দুদিন পর গোয়া যান পিটার -ইন্দ্রাণী। সেখান থেকে দুজনে মিলে শিনার ইমেল অ্যাকাউন্টটি খুলতে চেষ্টা করেছিলেন।