নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণের দায়িত্ব রাজনৈতিক দলেরই : প্রধান বিচারপতি
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে, তার জন্য অবশ্যই দায়ী রাজনৈতিক দলগুলিই। আজ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতিতে একথা বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর।
ওয়েব ডেস্ক : নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে, তার জন্য অবশ্যই দায়ী রাজনৈতিক দলগুলিই। আজ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতিতে একথা বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর।
আজ দিল্লিতে 'Economic Reforms with Reference to Electoral issues' শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন প্রধান বিচারপতি। সেখানে নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলির দেওয়া প্রতিশ্রুতি ও তা পূরণ নিয়ে আলোচনা হয়। আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে খেহর বলেন, ''নির্বাচের আগে প্রচারে গিয়ে রাজনৈতিক দলের নেতারা নানা প্রতিশ্রুতি দেন। জিতে আসলে সেই সব প্রতিশ্রুতি পূরণেরও আশ্বাস দেন। কিন্তু, বাস্তব চিত্রটা থাকে আলাদা।''