বিজেপির প্রতিবাদ মিছিলে আহত সেই 'শক্তিমান' ঘোড়া মারা গেল

শেষ হল 'শক্তিমান'-এর এক মাসের লড়াই। গত মাসে দেরাদুনে বিজেপির প্রতিবাদ মিছিলে আহত হয় পুলিসের ঘোড়া শক্তিমান। শক্তিমানকে আঘাত পরার অপরাধে গ্রেফতার হন বিজেপি সাংসদ গণেশ জোশি।  

Updated By: Apr 20, 2016, 06:23 PM IST
বিজেপির প্রতিবাদ মিছিলে আহত সেই 'শক্তিমান' ঘোড়া মারা গেল

ওয়েব ডেস্ক: শেষ হল 'শক্তিমান'-এর এক মাসের লড়াই। গত মাসে দেরাদুনে বিজেপির প্রতিবাদ মিছিলে আহত হয় পুলিসের ঘোড়া শক্তিমান। শক্তিমানকে আঘাত পরার অপরাধে গ্রেফতার হন বিজেপি সাংসদ গণেশ জোশি।  

আহত হওয়ার পর শক্তিমানের এক পায়ে গ্যাঙ্গরিন হয়ে যায়। এই গ্যাঙ্গরিন যাতে আরও ছড়িয়ে না পড়ে তার জন্য কেটে বাদ দিতে হয় পা। দেওয়া হয় কৃত্রিম পা। অস্ত্রোপচারের পর একটু একটু করে উন্নতি হতে থাকে শক্তিমানের। কিন্তু শেষ রক্ষা আর হল না। অবশেষে মৃত্যু হল ১৩ বছরের ঘোড়া শক্তিমানের। শক্তিমান দীর্ঘদিন ধরে উত্তরাখণ্ড মাউন্টেড পুলিসের অঙ্গ ছিল।

 

.