৮ মাসের সন্তানের ধর্ষকের হাত কেটে নিলেন বাবা!

আট মাসের সন্তানের ধর্ষনে অভিযুক্তের দুহাত কেটে নিলেন বাবা। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ভাটিন্ডা জেলায়। ২০১৪ সালে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে ১৭ বছরের ওই অভিযুক্তের বিরুদ্ধে। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তারপর থেকে আদালতে মামলা চলছিল।

Updated By: Apr 20, 2016, 06:08 PM IST
৮ মাসের সন্তানের ধর্ষকের হাত কেটে নিলেন বাবা!

ওয়েব ডেস্ক: আট মাসের সন্তানের ধর্ষনে অভিযুক্তের দুহাত কেটে নিলেন বাবা। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ভাটিন্ডা জেলায়। ২০১৪ সালে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে ১৭ বছরের ওই অভিযুক্তের বিরুদ্ধে। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তারপর থেকে আদালতে মামলা চলছিল।

গতকাল ছিল সেই মামলার শুনানি। শুনানি পিছিয়ে যাওয়ায় অভিযুক্তের সঙ্গে আদালতের বাইরে আপোষের প্রস্তাব দেন শিশুটির বাবা। কিন্তু, রাজি হননি অভিযুক্ত। এরপরই গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে নিগৃহীতার বাবা অভিযুক্তকে গাছের সঙ্গে বেঁধে দু হাত কেটে নেয় বলে অভিযোগ। অভিযুক্তের হাত কেটে নেওয়ার অপরাধে শিশুটির বাবার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করা হয়েছে।

.