আজ কাশ্মীরে নির্বাচনী প্রচারে মোদী, কড়া নিরাপত্তার মোড়কে আবদ্ধ ভূস্বর্গ
আজ ভূস্বর্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের সভা। মোদীর সভার কারণে কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হল শ্রীনগর।
শ্রীনগর: আজ ভূস্বর্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের সভা। মোদীর সভার কারণে কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হল শ্রীনগর।
আজ শ্রীনগরের বিভিন্ন জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী। যে ক্রিকেট স্টেডিয়ামে মোদী তাঁর প্রথম সভাটি করবেন সেখানে উড়তে দেখা যাবে সেনাবাহিনীর হেলিকপ্টার।
শ্রীনগরের রাস্তার প্রতিটি মোড়ে এই মুহূর্তে পুলিস ও সিআরপিএফ জওয়ানদের বুটের ঘনঘন শব্দ শোনা যাচ্ছে।
ডালগেট, সোনাওয়ার, গুপকর রোড ও টিআরসি ক্রসিংয়ের বেশ কিছু মোড় কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। স্টেডিয়ামের দিকে গাড়ি ও মানুষজনের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।
সন্দেহভাজন ব্যক্তিদের উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিস অফিসাররা।
জঙ্গিদের প্রবেশ আটকাতে শহরের এন্ট্রিপয়েন্টে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
১৩ ডিসেম্বর নির্বাচনের তৃতীয় দফার আগে শ্রীনগর ও অন্ততনাগে আজ দুটি নির্বাচনী প্রচার সভা করবেন প্রধানমন্ত্রী।
এই দুটি সভা ছাড়াও আরও ৪ জায়গায় নির্বাচনী প্রচারে অংশ নেবেন তিনি।
হুরিয়ত কনফারেন্স চেয়ারম্যান সায়েদ আলি শাহ গিলানি মোদীর সভা বয়কটের ডাক দিয়েছেন।