Narendra Modi: ‘বেটি পড়াও’ বলতে দিয়ে একী বললেন প্রধানমন্ত্রী! নেটদুনিয়ায় তীব্র বিদ্রুপ
দিনভর যা রীতিমতো 'ট্রেন্ডিং' থাকল টুইটারে।
নিজস্ব প্রতিবেদন: বিতর্ক যেন পিছু ছাড়ছে না! কয়েক দিন আগে বক্তব্য রাখতে গিয়ে টেলিপ্রম্পটার বিভ্রাটে বেজায় অস্বস্তিতে পড়েছিলেন। তাও আবার আন্তর্জাতিক মঞ্চে! এবার নিজেই মুখ ফস্কালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ছড়াছড়ি, মিমের বন্যা। দিনভর যা রীতিমতো 'ট্রেন্ডিং' থাকল টুইটারে।
ঘটনাটি ঠিক কী? ব্রহ্ম কুমারী আয়োজিত ‘আজাদি কি অমৃত মহোৎসব সে স্বর্ণিম ভারত কি ওউর’ কর্মসূচি। বৃহস্পতিবার এই কর্মসূচিরই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন মোদী। কিন্তু কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও' ( Beti Bachao Beti Padhao) প্রকল্পের কথা বলতে গিয়ে উচ্চারণের সামান্য হেরফের ঘটে যায়। প্রধানমন্ত্রী মুখ ফস্কে যা বলেন, তা শুনে অনেকেই কিন্তু মনে হয়, ‘বেটি পটাও’ বলেছেন! হিন্দিতে যে শব্দের অর্থ, কোন মহিলাকে প্রেমের প্রস্তাবে রাজি করানো। মোদীর বক্তৃতার ওই অংশটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। শুরু হয়ে যায় কটাক্ষ আর মিমের বন্যা।
बेटी पटाओ??
आज फिर टेलीप्रांपटर ने धोखा दे दिया क्या? pic.twitter.com/TewCQNMzu2
— Surya Pratap Singh IAS Rtd. (@suryapsingh_IAS) January 20, 2022
I request all Chamchas plz iske liye bhi kisi ki Beti Patao.. so that he may be married...#BetiBachaoBetiPatao #BetiPatao pic.twitter.com/BKuYuC0ZOT
— Gagan deep (@KingOfPunjabG) January 20, 2022
এর আগে সোমবার The Davos Agenda Summit-এ বক্তৃতা দিতে গিয়েও বিড়ম্বনা পড়েছিলেন মোদী। বলতে বলতে আচমকাই থেমে গিয়েছিলেন তিনি। কেন? লাইভে স্পষ্ট দেখা যায়, অপ্রস্তুত হয়ে উদভ্রান্তের মতো এদিক-ওদিকে তাকাচ্ছেন মোদী। দ্রুত পরিস্থিতি অবশ্য সামলেও নেন। নিজের ইয়ারপিস তুলে নিয়ে অনুবাদককে জিজ্ঞেস করেন, শোনা যাচ্ছে কিনা। এরপর বেশ কিছুক্ষণে অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।