নয়া মকুট ইসরোর, সফল উত্ক্ষেপন পিএসএলভির, সাক্ষী থাকলেন মোদী
একটু পরেই পিএসএলভি রকেটে মহাকাশে পাড়ি দেবে পাঁচটি বিদেশি উপগ্রহ
পিএসএলভি (PSLV)- সি টোয়েন্টি থ্রি রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিল পাঁচটি বিদেশি উপগ্রহ। আজ সকাল ৯.৫২ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে উত্ক্ষেপণ হল। উত্ক্ষেপণের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন বিজেপি নেতা বেঙ্কাইয়া নাইডু। PSLV সি টোয়েন্টি থ্রি-র সাহায্যে যে পাঁচটি উপগ্রহ মহাকাশে পাঠানো হল, তারমধ্যে রয়েছে ফ্রেঞ্চ আর্থ অবসার্ভেশন স্যাটেলাইট স্পট সেভেন। এছাড়াও আছে জার্মানি, কানাডা এবং সিঙ্গাপুরের উপগ্রহ।
রবিবার দুপুরেই চেন্নাই থেকে শ্রীহরিকোটায় পৌছোন নরেন্দ্র মোদী। আজকের উত্ক্ষেপনটি নিয়ে ছাব্বিশটি সফল PSLV-র উত্ক্ষেপণ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইসেশন বা ইসরো।
উত্ক্ষেপণের পর ফের হেলিকপ্টারে শ্রীহরিকোটা থেকে চেন্নাই ফিরে গেলেন প্রধানমন্ত্রী। বেলা এগারোটা চল্লিশে চেন্নাই বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবে তাঁর বিশেষ বিমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য শ্রীহরিকোটা এবং চেন্নাইয়ের নিরাপত্তা কয়েকগুন বাড়ানো হয়েছে। এপর্যন্ত পঁচিশটি সফল PSLV-র উত্ক্ষেপণ করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইসেশন বা ইসরো।