চেন্নাইয়ে বহুতল ভেঙে মৃত অন্তত ১০, এখনও আটক ৪০

চেন্নাইয়ে বহুতল ভেঙে মৃত্যুর সংখ্যা ১০ ছুঁল। এখনও ধ্বংসস্তুপে আটকে রয়েছেন ৪০ জন। এখনও চলছে উদ্ধারকার্য। রবিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জনকে উদ্ধারকরা সম্ভব হয়েছে। আহতদের রামচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Updated By: Jun 29, 2014, 11:04 AM IST

চেন্নাইয়ে বহুতল ভেঙে মৃত্যুর সংখ্যা ১০ ছুঁল। এখনও ধ্বংসস্তুপে আটকে রয়েছেন ৪০ জন। এখনও চলছে উদ্ধারকার্য। রবিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জনকে উদ্ধারকরা সম্ভব হয়েছে। আহতদের রামচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ন্যাশনল ডিসাসটার রেসপন্স ফোর্সের একটি দল দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্যে অংশগ্রহণ করেছে।

ইতিমধ্যে বাড়িটির নির্মাণের দায়িত্বে থাকা সংস্থাটির দু`জনকে আটক করা হয়েছে।

গতকাল বিকেল ৫টা নাগাদ ১২ তলা বাড়িটি ভেঙে পড়ে।

১২টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়। ন্যাশনল ডিসাসটার ম্যানেজমেন্ট দল দুর্ঘটনা স্থলে পৌঁছেয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চেন্নাইয়ের পুলিস কমিশনারও।

``প্রত্যক্ষদর্শীদের চোখের সামনেই হঠাৎ করেই ভেঙে পড়ে বাড়িটি।`` জানিয়েছেন অগ্নি ও উদ্ধারকার্য সার্ভিসের যুগ্ম ডিরেক্টর।

চেন্নাইয়ের পশ্চিম শহর উপকূলে পোরার অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে। মনে করা হচ্ছে ভারী বৃষ্টির কারণেই ভেঙে পড়ল বাড়িটি।

.