Raavan Dahan: দিল্লির রামলীলা ময়দানে 'রাবণ-বধ' মোদীর! ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুও...
Raavan Dahan: বাংলায় দুর্গাপুজো, আর গোটা দেশে নবরাত্রি। একইসঙ্গে চলে দুই উত্সব। এরপর নবরাত্রি শেষে অনুষ্ঠিত হয় দশেরা। সেই উপলক্ষ্যে দিল্লির রামলীলা ময়দানে হয় 'রাবণ-বধ'। প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করে শ্রী ধার্মিক লীলা কমিটি। সেখানেই এবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজো শেষ। বাংলায় যখন বিষাদের সুর, তখন দেশের অন্যন্য প্রান্ত দশেরার আনন্দ মাতোয়ার মানুষ। দিল্লির রামলীলা ময়দানের দশেরার অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অগ্নিবানে জ্বলে উঠল রাবণ, মেঘনাথ ও কুম্ভকর্ণের মূর্তি।
বাংলায় দুর্গাপুজো, আর গোটা দেশে নবরাত্রি। একইসঙ্গে চলে দুই উত্সব। এরপর নবরাত্রি শেষে অনুষ্ঠিত হয় দশেরা। সেই উপলক্ষ্যে দিল্লির রামলীলা ময়দানে হয় 'রাবণ-বধ'। প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করে শ্রী ধার্মিক লীলা কমিটি। সেখানেই এবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাবণ বধে রাম, লক্ষ্মণ সেজে মঞ্চে অভিনয় করেন একঝাঁক শিল্পী। তাঁদের মাথায় তিলক এঁকে দেন খোদ প্রধানমন্ত্রী।
देशवासियों को विजयादशमी की असीम शुभकामनाएं। मां दुर्गा और प्रभु श्रीराम के आशीर्वाद से आप सभी को जीवन के हर क्षेत्र में विजय हासिल हो, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) October 12, 2024
विजय दशमी के शुभ अवसर पर मैं सभी देशवासियों को हार्दिक बधाई एवं शुभकामनाएं देती हूं। यह अन्याय पर न्याय की विजय का पर्व है। यह त्यौहार सत्य और सदाचार के मूल्यों पर हमारे विश्वास का प्रतीक है। इस शुभ अवसर पर हमें संकल्प लेना चाहिए कि कठिन से कठिन परिस्थितियों में भी हम न्याय का…
— President of India (@rashtrapatibhvn) October 12, 2024
জাঁকজমকের সঙ্গে দশেরা পালিত হল হরিয়ানা-সহ দেশের অন্যন্য রাজ্যেও। হরিয়ানা ফতেহাবাদে এবার জ্বালানো হল ৬৫ ফুট উচ্চতার রাবণ মূর্তি। ক্রেনের সাহায্যে শূন্যে তোলা হয় রাবনের মূর্তি। এর পর তাতে অগ্নিসংযোগ করা হয়। প্রায় ৫ মিনিট ধরে জ্বলতে থাকে রাবনের মূর্তি। গতবার এই ফতেহাবাদেই দুর্ঘটনা ঘটেছিল। অগ্নিসংযোগের সময় হুড়মুড়িয়ে পড়ে রাবনের মূর্তি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)