ভিডিয়ো: অ্যাসল্ট রাইফেল নিয়ে গুলি চালালেন নরেন্দ্র মোদী, অবাক চোখে যোগী
এদিন লখনৌয়ে DefExpo 2020 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: রাইফেল তাক করে নিশানায় আঘাত হানলেন নরেন্দ্র মোদী। DefExpo 2020-তে এভাবেই দেখা গেল প্রধানমন্ত্রীকে। তাঁর পাশেই ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাইফেল হাতে নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এদিন লখনৌয়ে DefExpo 2020 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই অ্যাসল্ট রাইফেল নিয়ে নিশানা করেন মোদী। সবে সবটাই ভার্চুয়াল। তাঁর পাশে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
#WATCH Lucknow: Prime Minister Narendra Modi at a stall showcasing a virtual shooting range. #DefExpo2020 pic.twitter.com/KQTlfoUWG9
— ANI UP (@ANINewsUP) February 5, 2020
অস্ত্রশস্ত্র থেকে সরঞ্জাম প্রতিরক্ষা 'মেক ইন ইন্ডিয়া'য় জোর দিয়েছে মোদী সরকার। আগামী ৫ বছরে প্রতিরক্ষা রফতানি ৫ বিলিয়ন মার্কিন বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে ভারত। এদিন প্রধানমন্ত্রী বলেন, ''আমাদের মন্ত্র মেক ইন ইন্ডিয়া। ২০১৪ সালে ভারত থেকে ২০০০ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি হতো। সেটা গত ২ বছরে পৌঁছে দিয়েছে ১৭০০০ কোটি টাকায়। আগামী ৫ বছরে আমাদের লক্ষ্য ৫ বিলিয়ন মার্কিন ডলার, প্রায় ৩৫০০০ কোটি টাকা।''
প্রধানমন্ত্রী আরও বলেন,''প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির বিপুল সম্ভাবনা রয়েছে ভারতে। প্রতিভা ও প্রযুক্তির অভাব নেই। উদ্ভাবন, পরিকাঠামো, উত্পাদনবান্ধব নীতি ও বিদেশি বিনিয়োগের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ভারতে। চাহিদা, গণতন্ত্র ও সিদ্ধান্ত নিতে পারে এমন সরকারও আছে।''
আরও পড়ুন- দেখুন ছবিতে: রাইটার্সে 'বব বিশ্বাস' ছবির শ্যুট করলেন অভিষেক বচ্চন