করোনায় ১০ মিলিয়ন ডলার, ডাক্তার দিয়ে পড়শিদের সাহায্যের আশ্বাস মোদীর

রবিবার সার্কভূক্ত দেশগুলির রাষ্ট্রনায়কদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। 

Updated By: Mar 15, 2020, 10:37 PM IST
করোনায় ১০ মিলিয়ন ডলার, ডাক্তার দিয়ে পড়শিদের সাহায্যের আশ্বাস মোদীর

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের মোকাবিলায় পড়শিদের সহযোগিতায় এগিয়ে এল ভারত। সার্কভূক্ত দেশগুলির সঙ্গে ভিডিয়ো আলোচনায়  COVID-19 আপত্কালীন তহবিলের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি দরকার পড়লে বিশেষজ্ঞ চিকিত্সক দল ও পথ্য দিয়েও ভারত সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে আশ্বাসও দিলেন। 

রবিবার সার্কভূক্ত দেশগুলির রাষ্ট্রনায়কদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে নরেন্দ্র মোদী বলেন,''কোভিড ১৯ আপত্কালীন তহবিল গঠনের প্রস্তাব দিচ্ছি। সদস্য দেশগুলি স্বেচ্ছায় অর্থদান করতে পারে। শুরুটা ১০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে করতে পারে ভারত।''       

এর পাশাপাশি ভালো প্রতিবেশীর মতো ভারত করোনা মোকাবিলার চিকিত্সায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে বলে আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। বলেন,''চিকিত্সক ও বিশেষজ্ঞদের দল তৈরি রেখেছি ভারতে। পরীক্ষা ব্যবস্থার সামগ্রী ও অন্যান্য সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে। আপনাদের দরকার পড়লে তাঁরা পৌঁছে যাবেন।''     

এদিন সার্কভূক্ত রাষ্ট্রনেতাদের মোদী বলেন, ''ভয় না পেয়ে প্রস্তুত থাকাই আমাদের মন্ত্র। আমরা একযোগে কাজ করলে ভালো ফল পাব। করোনা ভাইরাস নিয়ে যাতে গোটা দেশে আতঙ্কের পরিস্থিতি তৈরি না হয়, সে ব্যাপারে প্রথম থেকে সতর্ক ছিলাম আমরা। ধাপে ধাপে পদক্ষেপ করেছি। জানুয়ারির মাঝামাঝি থেকে স্ক্রিনিং শুরু করে দিয়েছিলাম। তারপর ধীরে ধীরে বিদেশভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধাপে ধাপে পদক্ষেপ করেছি।'' মোদী আরও বলেন, ''গোটা দেশে সচেতনতা বাড়াতে চলছে প্রচার। চিকিত্সার সুযোগও বাড়ানো হয়েছে। সব ক্ষেত্রে বাড়ানো হয়েছে নজরদারি। স্ক্রিনিং, সংক্রামিত ব্যক্তির সনাক্তকরণ, কোয়ারাইন্টাইন ও আইসোলেশন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত রক্ত পরীক্ষার ব্যবস্থাও করেছি আমরা।''    

 করোনাভাইরাস মোকাবিলায় সার্ক গোষ্ঠীভূক্ত দেশগুলিকে নিয়ে শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে সমর্থন দিয়েছিলেন পড়শি দেশের রাষ্ট্রপ্রধানরা। রবিবার ভিডিয়ো কনফারেন্সিংয়ে ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবেয়া রাজাপক্ষে, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিথ, নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রিমিয়ার লোটায় শেরিং, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আফগান রাষ্ট্রপতি আসরাফ গনি ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সংক্রান্ত সহায়ক জাফর মির্জা।

আরও পড়ুন- জরুরি মামলা ছাড়া কলকাতা হাইকোর্টে স্থগিত শুনানি, গেটে বসছে থার্মাল স্ক্রিনিং 
     

.