দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী
টুইটারের মাধ্যমে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারের মাধ্যমে শুভ কামনা জানালেন নমো। টুইট করে মোদী লিখলেন, "আলোর উত্সবে সকলের সুস্বাস্থ্য ও উন্নতি কামনা করি। সবাই খুব খুশিতে থাকুন এই প্রার্থনা করি।"
देशवासियों को दीपावली के पावन अवसर पर बहुत-बहुत शुभकामनाएं। रोशनी का यह उत्सव हम सभी के जीवन में नया प्रकाश लेकर आए और हमारा देश सदा सुख, समृद्धि और सौभाग्य से आलोकित रहे।
Wishing you all a Happy #Diwali. pic.twitter.com/5nhimk58CO
— Narendra Modi (@narendramodi) October 27, 2019
দীপাবলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইট করে তিনি লিখলেন, "দেশবাসীকে দীপাবলির শুভ দিনে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।" দীপাবলিতে দুঃস্থদের পাশে দাঁড়ানোরও বার্তা দিলেন রাষ্ট্রপতি।
Greetings and best wishes to fellow citizens on the auspicious occasion of Deepawali.
Let us on this day try to bring happiness in the lives of those who are less fortunate and needy by lighting the lamp of love, care and sharing #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) October 27, 2019
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট বার্তায় সকলকে দীপাবলির শুভেচ্ছা জানালেন। তিনি লিখলেন, "এই দিওয়ালিতে সকলের জীবনে আসুক নতুন আলো ও সমৃদ্ধি।"
यह दीपोत्सव सभी के जीवन में नयी रोशनी, समृद्धि और सौभाग्य लाए।
आप सभी को दीपावली के पावन पर्व की हार्दिक शुभकामनाएँ। pic.twitter.com/1ac84Pi2VC
— Amit Shah (@AmitShah) October 27, 2019
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো, সংঘাত ভুলে সস্ত্রীক হাজির রাজ্যপাল
Heartiest greetings to all on this auspicious occasion of #Diwali. May this festival of lights bring happiness, good health, & prosperity in everyone's life.
सभी देशवासियों को दीपावली की शुभकामनाएं। माँ लक्ष्मी आपके परिवार पर सुख समृद्धि का आशीर्वाद बनाये रखें। pic.twitter.com/PZWAkNxTnR
— Piyush Goyal (@PiyushGoyal) October 27, 2019
শুভেচ্ছা জানালেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। টুইট করে লিখলেন, "দীপাবলির শুভ তিথিতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলোর উত্সবে সকলের জীবনে আনন্দ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি আসুক।"