'৩৭০ ধারা রদের সিদ্ধান্তের মতো চিন-পাকিস্তানের সঙ্গে কখন যুদ্ধ হবে তা ঠিক করে রেখেছেন মোদী'

এনিয়ে শশী থারুর টুইট করেছেন, অদ্ভূত! প্রধানমন্ত্রী এখনও বলেননি কোন দেশ আমাদের ভূখণ্ড কব্জা করেছে। আর তিনি যুদ্ধের পরিকল্পনা করে ফেললেন!

Updated By: Oct 26, 2020, 12:03 AM IST
'৩৭০ ধারা রদের সিদ্ধান্তের মতো চিন-পাকিস্তানের সঙ্গে কখন যুদ্ধ হবে তা ঠিক করে রেখেছেন মোদী'

নিজস্ব প্রতিবেদন: আজব দাবি উত্তরপ্রদেশ বিজেপি প্রধান ও রাজ্যের মন্ত্রী স্বতন্ত্রদেব সিংয়ের। রাজ্য বিজেপি প্রধান শুক্রবার দাবি করেছেন, কখন চিন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হবে তা ঠিক করে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরকমই একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে উত্তরপ্রদেশে।

আরও পড়ুন-মোদী-নীতীশ জুটিতেই ভরসা; বিহারে ফের ক্ষমতায় এনডিএ, বলছে জনমত সমীক্ষা

কী বলেছেন রাজ্য বিজেপি প্রধান! স্বতন্ত্রদেব সিংয়ের দাবি, 'রাম মন্দির তৈরি, ৩৭০ ধারা বিলোপের মতো প্রধানমন্ত্রী আগে থেকে ঠিক করে রেখেছেন কখন পাকিস্তান বা চিনের সঙ্গে যুদ্ধ করবে ভারত।' সিংয়ের ওই বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিধায়ক সঞ্জয় যাদব।

রাজ্য বিজেপি প্রধান আরও বলেছেন, রাজ্যের সমাজবাদী ও বহুজন সমাজ পার্টির কর্মীরা এক ধরনের জঙ্গি। এমনটাই দাবি সংবাদসংস্থার। এনিয়ে রাজ্যের সাংসদ রবীন্দ্র কুশওয়াহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সমর্থকদের মনবল বাড়ানোর জন্য ওইসব কথা বলেছেন স্বতন্ত্রদেব সিং।

আরও পড়ুন-কমছে সংক্রমণ! বাড়ছে দৈনিক সুস্থতা! জেনে নিন রাজ্যের করোনা পরিস্থিতি

রবিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পশ্চিমবঙ্গ সফরে এসে জানিয়েছেন, 'ভারত চিনের সঙ্গে সীমান্ত সমস্যা মিটিয়ে নিতে চায়। তবে তা ভারতের ভূখণ্ডের বিনিময়ে নয়।' উত্তরপ্রদেশ বিজেপি প্রধান বলেছেন একেবারে উল্টো কথা।

এনিয়ে শশী থারুর টুইট করেছেন, অদ্ভূত! প্রধানমন্ত্রী এখনও বলেননি কোন দেশ আমাদের ভূখণ্ড কব্জা করেছে। আর তিনি যুদ্ধের পরিকল্পনা করে ফেললেন!

.