Rajya Sabha: টার্গেট দাক্ষিণাত্য? পিটি উষা-সহ ৪ দক্ষিণ ভারতীয়কে রাজ্যসভায় পাঠাল মোদী সরকার
সমাজ এবং জনমানসে অসামান্য অবদানের জন্য চারজনকে রাজ্যসভার প্রার্থী মনোনীত করল মোদী সরকার। তাঁদের মধ্যে দু'জন পদ্মবিভূষণ এবং একজন পদ্মশ্রী সম্মান প্রাপক রয়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোদীর নজরে দাক্ষিণাত্য! রাজ্যসভার মনোনীত সদস্য নির্বাচনেও চমক মোদী সরকারের। দক্ষিণ ভারত থেকে চারজনকে রাজ্যসভায় মনোনয়ন দিল নরেন্দ্র মোদীর সরকার (PM Narendra Modi)।
প্রখ্যাত অ্যাথলেট পিটি উষা (PT Usha), সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজা (Ilaiyaraaja), সমাজসেবী বীরেন্দ্র হেগড়ে (Veerendra Heggade) এবং পরিচালক কেভি বিজয়েন্দ্র প্রসাদকে (KV Vijayendra Prasad) রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত করল নরেন্দ্র মোদীর সরকার (PM Narendra Modi)।
The remarkable PT Usha Ji is an inspiration for every Indian. Her accomplishments in sports are widely known but equally commendable is her work to mentor budding athletes over the last several years. Congratulations to her on being nominated to the Rajya Sabha. @PTUshaOfficial pic.twitter.com/uHkXu52Bgc
— Narendra Modi (@narendramodi) July 6, 2022
সমাজ এবং জনমানসে অসামান্য অবদানের জন্য চারজনকে রাজ্যসভার সাংসদ মনোনীত করল মোদী সরকার। এঁদের মধ্যে দু'জন পদ্মবিভূষণ এবং একজন পদ্মশ্রী সম্মান প্রাপক রয়েছেন।
The creative genius of @ilaiyaraaja Ji has enthralled people across generations. His works beautifully reflect many emotions. What is equally inspiring is his life journey- he rose from a humble background and achieved so much. Glad that he has been nominated to the Rajya Sabha. pic.twitter.com/VH6wedLByC
— Narendra Modi (@narendramodi) July 6, 2022
এছাড়া মনোনীত চারজনই দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের- পিটি উষা (PT Usha) কেরালার, ইলাইয়ারাজা (Ilaiyaraaja) তামিল নাডু, বীরেন্দ্র হেগড়ে (Veerendra Heggade) কর্ণাটক এবং কেভি বিজয়েন্দ্র প্রসাদকে (KV Vijayendra Prasad) অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। মোদী সরকারের এই মনোনয়নও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে রাজনৈতিক মহল।
Shri Veerendra Heggade Ji is at the forefront of outstanding community service. I have had the opportunity to pray at the Dharmasthala Temple and also witness the great work he is doing in health, education and culture. He will certainly enrich Parliamentary proceedings. pic.twitter.com/tMTk0BD7Vf
— Narendra Modi (@narendramodi) July 6, 2022
Shri V. Vijayendra Prasad Garu is associated with the creative world for decades. His works showcase India's glorious culture and have made a mark globally. Congratulations to him for being nominated to the Rajya Sabha.
— Narendra Modi (@narendramodi) July 6, 2022
তাঁদের মতে, জাতীয় কর্মসিমিতির বৈঠকেই 'মিশন সাউথ' নীতি স্পষ্ট করেছিল বিজেপি (BJP)। ২০২৩ সালে কর্ণাটক এবং তেলঙ্গানায় বিধানসভা ভোট এবং ২০২৪ সালে লোকসভার ভোট। তার আগে এই মনোনয়ন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।