Cooking Oill Price: এক সপ্তাহের মধ্যেই সস্তা হচ্ছে ভোজ্য তেল, লিটারে ১০ টাকা কমানোর কড়া নির্দেশ
দেশের যে পরিমাণ ভোজ্য তেলের প্রয়োজন তার থেকে ৬০ শতাংশ বেশি আমদানি করেছে কেন্দ্র সরকার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক বাজারে কমেছে ভোজ্য তেলের দাম। তাই ভারতেরও তা কমাতে হবে। বুধবার কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক দেশের ভোজ্য তেল উত্পাদক সংস্থাগুলিকে নির্দেশ গিয়েছে এক সপ্তাহের মধ্যে রান্নার তেলের দাম কমাতে হবে লিটারে ১০ টাকা। শুধু তাই নয়, একই ব্রান্ডের তেলের দাম দেশজুড়ে একই রাখতে হবে।
দেশে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় দেশের যে পরিমাণ ভোজ্য তেলের প্রয়োজন তার থেকে ৬০ শতাংশ বেশি আমদানি করেছে কেন্দ্র সরকার। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে। দুয়ে মিলিয়ে চাপে পড়ে গিয়েছে দেশের ভোজ্য তেল উত্পাদনকারী সংস্থাগুলি। এর মধ্যেই এই নির্দেশ কেন্দ্রের।
দেশে ভোজ্য তেলের দাম অনেকটাই বেড়ে যাওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা এর মধ্যে গত মাসে প্রতি লিটা তেলে ১০-১৫ টাকা কম করে তেল উত্পাদক সংস্থাগুলি। এর মধ্য়েই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যায়। তার পরই দেশের ভোজ্য তেল উত্পাদক সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব সুধাংশু পান্ডে।
ওই বৈঠক সম্পর্কে পান্ডে সংবাদসংস্থাকে বলেন, তেলের দাম নিয়ে তেল উত্পাদক সংস্থাগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। তাদের কাছে পরিসংখ্য়ান দিয়ে বুঝিয়ে দেওয়া হয় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০ শতাংশ কমেছে। এই সুবিধে সাধারণ মানুষের পাওয়া প্রয়োজন। এসব বিচার করেই তেলের দাম ১০ টাকা প্রতি লিটারে কমাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- রাজ্যে করোনা আক্রান্ত ২ লাখেরও বেশি মানুষ! একদিনে কলকাতায় ৮২৫