ফেসবুকে ফলোয়ারের সংখ্যায় ট্রাম্পকে অনেকটাই পেছনে ফেলে দিলেন মোদী

মার্কিন সংস্থা বারসন মারস্টেলার এর করা সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।

Updated By: May 2, 2018, 04:52 PM IST
ফেসবুকে ফলোয়ারের সংখ্যায় ট্রাম্পকে অনেকটাই পেছনে ফেলে দিলেন মোদী

নিজস্ব প্রতিবেদন: দুনিয়ায় প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় শীর্ষে থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ট্যুইটারেও তাঁর ফলো‌যারের সংখা দুনিয়ার সব রাজনীতিবিদদের পেছনে ফেলে দিতে পারে। তবে ফেসবুকে ফালোয়ারের সংখ্যার নীরিক্ষে ট্রাম্পেকে অনেকটাই পেছনে ফলে দিলেন প্রধানমন্ত্রী মোদী। মার্কিন সংস্থা বারসন মারস্টেলার এর করা সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।

আরও পড়ুন-সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ছোটা রাজন-সহ ১০

এই মুহূর্তে ফেসবুকে প্রধানমন্ত্রী মোদীর ফলোয়ারের সংখ্যা ৪৩ কোটি ২ লক্ষ। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ারের সংখ্যা ২৩ কোটি ১ লক্ষ। এর পরেই রয়েছেন জর্ডনের রানি। তাঁকে ফলো করেন ১৬ কোটি মানুষ। চতুর্থ স্থান অধিকার করেছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডাইন। তাঁর সঙ্গে রয়েছেন ১৪ কোটি ফলোয়ার।

আরও পড়ুন-বুধবার রাত থেকে ৬ ঘণ্টা বন্ধ থাকবে রেলের অনলাইন টিকিট বুকিং

দুনিয়ার ৬৫০ বিশিষ্ট ব্যক্তির ফেসবুক পেজ বিশ্লেষণ করেছে বারসন মারস্টেলার। দেখা ‌যাচ্ছে লাইক, কমেন্ট ও শোয়ারের দৌড়ে সবাইকে পেছেনে ফেলে দিয়েছে ট্রাম্পের ফেসবুক পেজ। মার্কিন প্রেসিডেন্টের পেজে গত বছর ১ জানুয়ারি থেকে মার্চ প‌র্যন্ত লাইক, কমেন্ট, ও শেয়ার হয়েছে ২০৪ কোটি ৯ লক্ষ। সেই জায়গায় মোদী ক্ষেত্রে তা হল ১১৩ কোটি ৬ লক্ষ।

.