Bhutan’s Highest Civilian Honour: করোনায় পড়শি দেশকে সাহায্য, ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে পাচ্ছেন মোদী
প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গাদাগ পেল গি খোরলো’ দেওয়ার কথা জানাল ভুটান সরকার।
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার কথা ঘোষণা করল ভুটান। অতিমারি পরিস্থিতিতে প্রতিবেশী দেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাহায্যকেই সম্মান জানাতে প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গাদাগ পেল গি খোরলো’ (Ngadag Pel gi Khorlo) দেওয়ার কথা জানাল ভুটান সরকার।
শুক্রবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ভুটানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে ভুটানের নিঃশর্ত বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে ভুটানকে বেশকিছু বছর ধরে সাহায্য করে চলেছে ভারত। বিশেষ করে করোনা আবহে ভুটানের পাশে দাঁড়িয়েছে ভারত।’
Overjoyed to hear His Majesty pronounce Your Excellency Modiji’s @narendramodi name for the highest civilian decoration, Order of the Druk Gyalpo.https://t.co/hD3mihCtSv@PMOIndia @Indiainbhutan pic.twitter.com/ru69MpDWlq
— PM Bhutan (@PMBhutan) December 17, 2021
আরও পড়ুন, Karnataka Assembly: 'ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করতে হয়', কংগ্রেস নেতার বেনজির মন্তব্যে বিতর্ক
ভুটানের পিএমও এক বিবৃতিতে জানিয়েছেন, "মাহামান্য রাজা ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান গাদাগ পেল গি খোরলো প্রাপক হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করায় আমরা আনন্দিত। বছরের পর বছর ধরে এবং বিশেষ করে মহামারী চলাকালীন মোদী তার নিঃশর্ত বন্ধুত্ব এবং সমর্থন দিয়েছেন ভুটানকে। তাঁর এই সম্মান প্রাপ্য। ভুটানের জনগণের পক্ষ থেকে অভিনন্দন।মোদীকে সবসময়ই একজন মহান,আধ্যাত্মিক মানুষ হিসাবে দেখেছি। ভুটান সম্মান উদযাপনের জন্য উন্মুখ।''