দিলীপের দাবি,করোনা গেছে; ওষুধ না আসা পর্যন্ত ঢিলেমি নয়, বললেন মোদী
প্রধানমন্ত্রীর উপদেশ, যতক্ষণ না ওষুধ আসছে, ঢিলে দেওয়া চলবে না।
নিজস্ব প্রতিবেদন: করোনা চলে গেছে। হুগলির সভায় দাবি করেছেন দিলীপ ঘোষ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু, বিজেপির রাজ্য সভাপতির ঠিক উল্টো পথে হেঁটে নাগরিকদের সচেতন করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর উপদেশ, যতক্ষণ না ওষুধ আসছে, ঢিলে দেওয়া চলবে না।
রাজ্যের জেলাগুলির মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যায় পঞ্চম স্থানে হুগলি। সেখানেই দলীয় সভায় দিলীপ ঘোষ দাবি করেছেন, করোনা চলে গিয়েছে। বিজেপির সভা-সমাবেশ ভণ্ডুল করতে ঢং করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সভাপতি যখন এমন কথা বলছেন, তখন নিজের কাঁধে সচেতনতার প্রচারের দায়িত্ব তুলে নিলেন প্রধানমন্ত্রী। আনলক-৪ পর্বে স্বাভাবিক জীবনের পথে হাঁটা শুরু করেছে গোটা দেশ। শুরু হয়েছে দিল্লি মেট্রো পরিষেবা। লোকাল ট্রেনও পুজোর আগে গড়াতে পারে বলে খবর। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে 'ডোন্ট কেয়ার' ভাব আসতে পারে। সে কথা অনুধাবন করেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সূচনা অনুষ্ঠানে মোদী স্মরণ করালেন, জব তক দাওয়াই নেহি, তব তক ঢিলাই নেহি। (যতক্ষণ ওষুধ আসছে না, ততক্ষণ ঢিলেমি করা চলবে না।)
ঠিক কী দাবি করেছিলেন দিলীপ ঘোষ? বিজেপির রাজ্য সভাপতি বলেছেন,''এত ভিড় দেখে দিদির ভাইদের শরীর খারাপ। করোনাতে নয়, বিজেপির ভয়ে শরীর খারাপ। করোনা চলে গেছে। দিদিমণি এখন শুধু ঢং করছেন, লকডাউন করছেন, যাতে বিজেপি মিটিং মিছিল না করতে পারে। কিন্তু বন্ধুগণ যেখানে দাঁড়িয়ে যাব, সেখানে মিটিং হয়ে যাবে। কেউ আটকাতে পারবে না।'' পরে অবশ্য বিজেপির রাজ্য সভাপতি সাফাই দিয়েছেন, তিনি তা বলতে চাননি। তাঁর ভাষণের একটা অংশ অপ্রাসঙ্গিকভাবে কেটে সম্প্রচার করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলি।
আরও পড়ুন- স্যার আইপ্যাক থেকে বলছি, TMC নেতাদের ফোন করে তথ্য সাবাড় করল আইটি সেল!