নাশকতার ছক বানচাল করল বিএসএফ, পঞ্জাবে ভারত-পাক সীমানা থেকে উদ্ধার বিপুল অস্ত্র-গুলি

ফিরাজপুর জেলার আবোহার সেক্টরের নিউ গজনিওয়ালা আউটপোস্টের কাছ থেকে ওই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে বিএসএফ

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 12, 2020, 06:47 PM IST
 নাশকতার ছক বানচাল করল বিএসএফ, পঞ্জাবে ভারত-পাক সীমানা থেকে উদ্ধার বিপুল অস্ত্র-গুলি
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: পঞ্জাবে ভারত-পাক সীমানায় উদ্ধার হল বিপুল অস্ত্র ও গোলাগুলি। শনিবার সকালে ফিরাজপুর জেলার আবোহার সেক্টরের নিউ গজনিওয়ালা আউটপোস্টের কাছ থেকে ওই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে বিএসএফ।

আরও পড়ুন-বিশ্বভারতীতে অশান্তির ঘটনায় তদন্ত শুরু, ক্যাম্পাসে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখল পুলিস

সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, বিএসএফের ১২৪ নম্বর ব্যাটালিয়নের অভিযান উদ্ধার হয় ওই বিপুল অস্ত্র। এর মধ্যে রয়েছে ৩টি একে ৪৭ রাইফেল, ৬টি ম্যাগাজিন, ৯১ রাউন্ড ৭.৬২ এমএম গুলি, ২টি চিনা পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন ও ২০ রাউন্ড ৭.৬৩ এমএম গুলি।

আরও পড়ুন-নিষেধাজ্ঞা তুলল বাংলাদেশ, সপ্তাহখানেক পরেই রাজ্যবাসীর পাতে পড়তে চলেছে পদ্মার ইলিশ

বিএসএফ ওইসব অস্ত্রের ছবি টুইট করেছে। সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, শনিবার সকাল সাতটা নাগাদ একটি হলুদ ব্যাগ ভারত-পাক সীমানার জিরো লাইনের কাছে পাওয়া যায়। সেই ব্যাগ থেকে মিটার দুয়েক দূরেই পাওয়া যায় অন্য একটি ব্যাগ। দুটি ব্যাগ থেকে ও বিপুল অস্ত্র উদ্ধার হয়। 

সীমান্তরক্ষী বাহিনীর তরফে লেখা হয়েছে, ভারতে অস্ত্র ঢুকিকে দিয়ে দেশবিরোধী কার্যকলাপ চালানোর চেষ্টা ফের ভেস্তে দিল সীমান্তরক্ষী বাহিনী।

.