আপনার এই ছবি নিয়ে মিম হচ্ছে,''জমিয়ে করুন,মজা নিন'', বললেন 'কুলেস্ট পিএম'
মেঘলা আকাশ থাকায় সূর্যগ্রহণ দেখতে পাননি প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: গলায় লাল মাফলার। চোখে রোদ চশমা। সূর্যগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি নিজেই পোস্ট করেছেন টুইটারে। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে মজার মজার মিমের ঝড়। কোনওটা পক্ষে, কোনওটা বিপক্ষে। এর মধ্যেই একটি টুইটার হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে পোস্ট করা হল, এটা মিমের উপাদান হয়ে উঠেছে। সেই পোস্টটি রিটুইট করে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী।
দেশের আর পাঁচটা মানুষের মতো সূর্যগ্রহণ দেখতে আকাশে তাকিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু মেঘলা আকাশ থাকায় দেখতে পাননি। সেনিয়ে আক্ষেপও করেছেন প্রধানমন্ত্রী। টুইটারে লিখেছেন, ''প্রতিটি ভারতীয়র মতো সূর্যগ্রহণ নিয়ে আমিও অত্যন্ত উত্সাহী ছিলাম। কিন্তু আকাশে মেঘ থাকায় গ্রহণ দেখার সৌভাগ্য হল না। তবে কিছুক্ষণ দেখেছি। দেশের অন্যান্য অংশের গ্রহণ দেখেছি লাইভ স্ট্রিমিংয়ে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সমৃদ্ধ হয়েছি।''
Like many Indians, I was enthusiastic about #solareclipse2019.
Unfortunately, I could not see the Sun due to cloud cover but I did catch glimpses of the eclipse in Kozhikode and other parts on live stream. Also enriched my knowledge on the subject by interacting with experts. pic.twitter.com/EI1dcIWRIz
— Narendra Modi (@narendramodi) December 26, 2019
প্রধানমন্ত্রীর ওই ছবিটিই হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার উপাদান। গাপ্পিস্তান রেডিও ছবিটি দিয়ে টুইট করে, এটা মিম হতে চলেছে। অবাক করে সেই টুইট রিটুইট করে প্রধানমন্ত্রী লিখলেন, 'স্বাগত। মজা করুন।'
Most welcome....enjoy :) https://t.co/uSFlDp0Ogm
— Narendra Modi (@narendramodi) December 26, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিটুইট করার পর বিখ্যাত হয়ে গিয়েছে গাপ্পিস্তান রেডিয়ো। বেড়েছে ফলোয়ারের সংখ্যাও।
Ab to kuch tweet hi karne ka man nahi ho raha, ki jitne naye followers aaye hain Modi Ji ke Qt ke baad, wo sab bhaag jayenge ye soch ke ki ye to bahut fuddu tweet karta hai, Modi ne ise kaise RT kar diya..
— Gappistan Radio (@GappistanRadio) December 26, 2019
তাঁর ছবি নিয়ে মিম হবে জেনেও প্রধানমন্ত্রীর এমন বার্তায় প্রশংসা করেছে নেটিজেনদের একাংশ। হাসিমস্করা মেনে নেওয়ার সহিষ্ণুতা হারিয়ে ফেলছেন রাজনীতিকরা। সেই জায়গায় দাঁড়িয়ে তাঁকে নিয়ে মিম করার ছাড়পত্র দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী! কুর্নিশ করছেন অনেকেই। এরপরই টুইটারে 'কুলেস্ট পিএম' ট্রেন্ডিং শুরু করেন বিজেপি সমর্থকরা।
আরও পড়ুন- যাদবপুরের আচার্যের পদ থেকে 'অযোগ্য' ধনখড়কে বহিষ্কার করল SFI-র ছাত্র সংসদ