'ম্যাঁ নরেন্দ্র দামোদরদাস মোদী' টিভির পর্দায় দেখে আবেগতাড়িত রত্নগর্ভা মা

দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। 

Updated By: May 30, 2019, 11:39 PM IST
'ম্যাঁ নরেন্দ্র দামোদরদাস মোদী' টিভির পর্দায় দেখে আবেগতাড়িত রত্নগর্ভা মা

নিজস্ব প্রতিবেদন: 'ম্যাঁ নরেন্দ্র দামোদরদাস মোদী ঈশ্বর কে শপথ লেতা হুঁ' আরও একবার টিভির পর্দায় ভেসে উঠল ছেলের মুখ। হাততালি দিয়ে উঠলেন গর্বিত মা। গুজরাটে নিজের বাড়িতে বসে নরেন্দ্রর শপথগ্রহণ দেখলেন হীরা বেন মোদী।  

বঢ়নগরের ছোট্ট জনপদ থেকে আজ ইতিহাস রচনা করেছে ছেলে। ছোট্ট সেই নরেন্দ্রই আজ ভারতের প্রধানমন্ত্রী। তাঁর নামে এখন আসমুদ্রহিমাচল আমোদিত। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৩০৩টি আসন নিয়ে আরও একবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রত্যাবর্তন করেছেন মোদী। শপথগ্রহণের আগে মায়ের আশিস নিতে গুজরাটে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ছেলেকে এগিয়ে যাওয়ার আর্শীবাদ দিয়েছিলেন হীরাবেন। বৃহস্পতিবার নিজের বাড়িতে বসেই ছেলের শপথগ্রহণ দেখলেন রত্নগর্ভা মা। মোদীর মুখ টিভির পর্দায় ফুটে উঠতে হাততালিও দিলেন। 

এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ৯ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ২৪ জন সাংসদ।

পূর্ণমন্ত্রী

রাজনাথ সিং
অমিত শাহ
নিতিন গডকড়ী
সদানন্দ গৌড়া
নির্মলা সীতারমন
রামবিলাস পাসোয়ান
নরেন্দ্র সিং তোমর
রবিশঙ্কর প্রসাদ
হরসিমরত কৌর
থাওয়ারচন্দ গহলৌত
এস জয়শঙ্কর
রমেশ পোখরিয়াল
অর্জুন মুণ্ডা
স্মৃতি ইরানি
ডঃ হর্ষবর্ধন
প্রকাশ জাভড়েকর
পৌযূষ গোয়েল
ধর্মেন্দ্র প্রধান
মুখতার আব্বাস নকভি
প্রহ্লাদ জোশী
মহেন্দ্র সিং পাণ্ডে
অরবিন্দ সাওয়ান্ত
গিরিরাজ সিং
গজেন্দ্র সিংহ শেখাওয়াত 

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

সন্তোষ গঙ্গওয়ার
রাও ইন্দ্রজিত্ সিং
শ্রীপদ নায়েক
জীতেন্দ্র সিং
কিরণ রিজিজু
প্রহ্লাদ পটেল
আরকে সিং
হরদীপ সিং পুরী
মনসুখ মন্ডাবিয়া

প্রতিমন্ত্রী

ফগ্গন সিং কুলস্তে
অশ্বিনী চৌবে
অর্জুনরাম মেঘওয়াল
বিকে সিং
কৃষ্ণপাল গুর্জর
দাদা সাহেব দানবে
জী কিশন রেড্ডি
পুরষোত্তম রূপালা
রামদাস আটাওয়ালে
সাধ্বী নিরঞ্জন জ্যোতি
বাবুল সুপ্রিয়
সঞ্জীব বালিয়ান
সঞ্জয় ধোত্রে
অনুরাগ ঠাকুর
সুরেশ অঙ্গাড়ি
নিত্যানন্দ রায়
রতনলাল কাটারিয়া
বি মুরলীধরন
রেণুকা সিং
সোমপ্রকাশ
রামেশ্বর তেলি
প্রতাপচন্দ্র সারঙ্গি
কৈলাস চৌধরী
দেবশ্রী চৌধুরী

মন্ত্রিসভায় সামিল হয়নি বিহারে এনডিএ-র শরিক নীতীশ কুমারের দল জেডিইউ। তারা অন্তত দুটি মন্ত্রকের দাবি করেছিল। কিন্তু একটির বেশি মন্ত্রক দিতে চায়নি বিজেপি।

আরও পড়ুন- ভিডিয়ো: শপথ নিলেন মোদী, আবুধাবির বহুতলে আলোয় ফুটে উঠলেন নমো

.