ভিডিয়ো: শপথ নিলেন মোদী, আবুধাবির বহুতলে আলোয় ফুটে উঠলেন নমো
'ম্যাঁ নরেন্দ্র দামোদরদাস মোদী ঈশ্বর কে শপথ লেতা হুঁ' আরও একবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নমো।
নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন নরেন্দ্র মোদী। আর ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে সংযুক্ত আরব আমিরশাহির বহুতলে আলোর কারসাজিতে ভেসে উঠল শেখ বিন জায়েদের সঙ্গে করমর্দনরত মোদীর ছবি।
'ম্যাঁ নরেন্দ্র দামোদরদাস মোদী ঈশ্বর কে শপথ লেতা হুঁ' আরও একবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নমো। দ্বিতীয়বারের জন্য বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। তাঁর সম্মানে সংযুক্ত আরব আমিরশাহির বহুতলে ভেসে উঠল ভারতের তেরঙা। সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবনীত পুরী ভিডিয়ো দিয়ে জানান, এটাই সত্যিকারের বন্ধুত্ব। দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদী। আবুধাবির অ্যাডনক গ্রুপ টাওয়ারে আলোয় ভেসে উঠল ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির পতাকা। ফুটে উঠল শেখ মহম্মদ বিন জায়েদ ও প্রধানমন্ত্রীর ছবিও।
#WATCH Indian Ambassador to UAE Navdeep Suri: Now this is true friendship. As PM Modi is sworn in for a second term in office, the iconic Adnoc Group tower in Abu Dhabi is lit up with India and UAE flags and portraits of our PM and of Sheikh Mohd Bin Zayed. pic.twitter.com/eCFEMEDxLy
— ANI (@ANI) May 30, 2019
এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ৯ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ২৪ জন সাংসদ।
পূর্ণমন্ত্রী
রাজনাথ সিং
অমিত শাহ
নিতিন গডকড়ী
সদানন্দ গৌড়া
নির্মলা সীতারমন
রামবিলাস পাসোয়ান
নরেন্দ্র সিং তোমর
রবিশঙ্কর প্রসাদ
হরসিমরত কৌর
থাওয়ারচন্দ গহলৌত
এস জয়শঙ্কর
রমেশ পোখরিয়াল
অর্জুন মুণ্ডা
স্মৃতি ইরানি
ডঃ হর্ষবর্ধন
প্রকাশ জাভড়েকর
পৌযূষ গোয়েল
ধর্মেন্দ্র প্রধান
মুখতার আব্বাস নকভি
প্রহ্লাদ জোশী
মহেন্দ্র সিং পাণ্ডে
অরবিন্দ সাওয়ান্ত
গিরিরাজ সিং
গজেন্দ্র সিংহ শেখাওয়াত
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
সন্তোষ গঙ্গওয়ার
রাও ইন্দ্রজিত্ সিং
শ্রীপদ নায়েক
জীতেন্দ্র সিং
কিরণ রিজিজু
প্রহ্লাদ পটেল
আরকে সিং
হরদীপ সিং পুরী
মনসুখ মন্ডাবিয়া
প্রতিমন্ত্রী
ফগ্গন সিং কুলস্তে
অশ্বিনী চৌবে
অর্জুনরাম মেঘওয়াল
বিকে সিং
কৃষ্ণপাল গুর্জর
দাদা সাহেব দানবে
জী কিশন রেড্ডি
পুরষোত্তম রূপালা
রামদাস আটাওয়ালে
সাধ্বী নিরঞ্জন জ্যোতি
বাবুল সুপ্রিয়
সঞ্জীব বালিয়ান
সঞ্জয় ধোত্রে
অনুরাগ ঠাকুর
সুরেশ অঙ্গাড়ি
নিত্যানন্দ রায়
রতনলাল কাটারিয়া
বি মুরলীধরন
রেণুকা সিং
সোমপ্রকাশ
রামেশ্বর তেলি
প্রতাপচন্দ্র সারঙ্গি
কৈলাস চৌধরী
দেবশ্রী চৌধুরী
মন্ত্রিসভায় সামিল হয়নি বিহারে এনডিএ-র শরিক নীতীশ কুমারের দল জেডিইউ। তারা অন্তত দুটি মন্ত্রকের দাবি করেছিল। কিন্তু একটির বেশি মন্ত্রক দিতে চায়নি বিজেপি।
আরও পড়ুন- আয়, আয় শালা ক্রিমিনাল, নৈহাটির পর ভাটপাড়ায় 'জয় শ্রী রাম' শুনে তেড়ে গেলেন মমতা