৩১ ডিসেম্বর সন্ধ্যায় মোদীর ভাষণে কি নয়া চমক থাকছে?
নতুন বছরের আগে ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর ৩১ ডিসেম্বর সন্ধে সাড়ে ৭টায় ভাষণ দেবেন নরেন্দ্র মোদী।
ওয়েব ডেস্ক : নতুন বছরের আগে ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর ৩১ ডিসেম্বর সন্ধে সাড়ে ৭টায় ভাষণ দেবেন নরেন্দ্র মোদী।
৮ নভেম্বর রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণেই পুরনো ৫০০ ও ১০০০-এর নোট বাতিল করে দেন নরেন্দ্র মোদী। আগামিকাল, ৩০ ডিসেম্বর পূরণ হচ্ছে নোট বাতিলের ৫০ দিন। তারপরই ৩১ ডিসেন্বর, ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেই ভাষণে কি ফের নতুন কোনও ঘোষণা করবেন প্রধানমন্ত্রী? থাকবে নতুন কোনও চমক? তৈরি হয়েছে জোর জল্পনা। অনেককে বলছেন, বাজেটের পূর্বাভাস মিলতে পারে সেই ঘোষণায়। কৃষিঋণের উপর ছাড়ের ঘোষণা হতে পারে। মধ্যবিত্তের জন্য সুখকর কিছুস্কিমের ঘোষণাও থাকতে পারে।
এদিকে নিত্যনতুন অর্ডিন্যান্স আর সার্কুলার। নোটবাতিলের দিশাহীন সিদ্ধান্তে ভুগছে আমজনতা। তোপ দাগলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মমতা-রাহুলের ছবি!