শিক্ষক দিবসে দেশের পড়ুয়াদের জন্য বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
শিক্ষক দিবসে দেশের পড়ুয়াদের জন্য বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। দেখুন লাইভ,
LIVE UPDATE:
৩ টে ৪৬: কিছু করার স্বপ্ন দেখা উচিৎ। কাজ করতে করতে মজা নেওয়া যায়।
৩টে ৪৫: আমি ছেলেবেলায় স্কুলে মনিটারের নির্বাচনেও লড়িনি। ফলে ছাত্র জীবনে কখনও ভেবিনি প্রধানমন্ত্রী হব।
৩টে ৪০: দিল্লি এসে ভাল লাগছে। প্রধানমন্ত্রী হওয়ার পর বিষয়বস্তু পরিবর্তিত হয়েছে ঠিকই। কিন্তু জীবনে বিশেষ কিছু পাল্টায়নি। তবে একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে।
৩টে ৩৩: ছাত্র-ছাত্রীদের জীবনে "মস্তি' থাকার প্রয়োজন রয়েছে। আমার মনে হয় শিক্ষার্থীদের জীবনগাধা পড়ার প্রয়োজন রয়েছে। তাতে সেই সময়ের ইতিহাস সম্পর্ক জানা যায়।
৩টে ৩২: প্রত্যেক শিক্ষকদের বলছি, আমাদেরও শেখার প্রয়োজন রয়েছে। কারণ এটা টেকনোলজির যুগ। আমাদের চেষ্ঠা করতে হবে আমাদের ছাত্ররা যেন আধুনিক বিকাশের সঙ্গে যুক্ত হহতে পারে।
৩টে ৩১: দেশের উচ্চপদস্থ আধিকারিকদের বলছি, আপনারা চাইলেই সম্পাহে ১ টা পিরিয়োড যে কোনও একটি স্কুলে গিয়ে ক্লাস নিতে পারেন।
৩টে ২৮: জাপানে গিয়ে দেখলাম সেখানে সমস্ত স্কুলে শিক্ষক ও ছাত্ররা স্কুল পরিষ্কার করছে। এই বিষয়টিকে আমাদের রাষ্ট্রেও চালু করতে হবে।
৩টে ২৬: প্রত্যেকটি মানুষের জীবনে সফলতার পেছনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩টে ২৫: বিশ্বের সমস্ত দেশে এই দিনটা এখন পালিত হয়।
৩ টে ২৩: গোটা বিশ্বে ভাল শিক্ষকের প্রয়োজন রয়েছে। বর্তমানে ছাত্ররা কী স্বপ্ন দেখতে পারে না, আমি শিক্ষক হয়ে দেশের ভবিষ্যতের কাজে আসব।
৩টে ২২: দেশের প্রত্যেক ছাত্র-ছাত্রীদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।
৩টে ২১: বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী মোদী। আমার কাছে এটা সৌভাগ্যের, ভারত ভবিষ্যৎদের সঙ্গে কথা বলতে পারছি।
৩ টে ১৫: মোদীর মন্ত্র শুনতে চায় ভবিষ্যৎ ভারত।
৩টে ১৪: অনুষ্ঠানে উপস্থিত মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। ছাত্র ছাত্রীদের বক্তব্য শুনছেন প্রধানমন্ত্রী।
৩টে ০৭: দিল্লির অডিটোরিয়ামে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।