উচ্চশিক্ষায় বাধা হবে না ভাষা, বাংলায় পড়া যাবে ইঞ্জিনিয়ারিং, ঘোষণা PM Modi-র

আঞ্চলিক ভাষায় উচ্চশিক্ষা শুরু হলে গ্রামীণ, স্বল্প আয়ের পড়ুয়াদের পড়াশুনো করতে সুবিধা হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী (PM Modi)।

Updated By: Jul 29, 2021, 11:33 PM IST
উচ্চশিক্ষায় বাধা হবে না ভাষা, বাংলায় পড়া যাবে ইঞ্জিনিয়ারিং, ঘোষণা PM Modi-র

নিজস্ব প্রতিবেদন: ১১টি ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেতে চলেছেন ছাত্রছাত্রীরা। এজন্য তথ্যপঞ্জি তৈরি করছে অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন। বৃহস্পতিবার জাতীয় শিক্ষানীতির এক বছর পূর্তির অনুষ্ঠানে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি সওয়াল করেন,'২০২০ সালে জাতীয় শিক্ষানীতি ঘোষণা করা হয়েছিল। তা ভবিষ্যতের পথ দেখাবে।'

মোদী  (Narendra Modi) বলেন,'আমি আনন্দিত যে দেশের ৮টি রাজ্যের ১৪ ইঞ্জিনিয়ারিং কলেজে ৫ আঞ্চলিক ভাষায় পড়ার সুযোগ পেতে চলেছেন পড়ুয়ারা। হিন্দি, বাংলা, তেলুগু, মরাঠি ও বাংলায় ইঞ্জিনিয়ারিং পড়া যাবে। এজন্য ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত তথ্যপঞ্জিকে অনুবাদ করতে একটি ব্যবস্থা চালু করছে অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন।

আঞ্চলিক ভাষায় উচ্চশিক্ষা শুরু হলে গ্রামীণ, স্বল্প আয়ের পড়ুয়াদের পড়াশুনো করতে সুবিধা হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী (PM Modi)। তাঁর কথায়,'অনেকের উচ্চশিক্ষার যোগ্যতা রয়েছে। কিন্তু ইংরেজিতে সড়গড় নন। নতুন নীতির ফলে ভাষাগত অসাম্য দূর হবে।'

আরও পড়ুন- 'খেলা হবে' গান লিখে দিন, Javed-কে অনুরোধ Mamata-র; বাংলার পরির্বতন দেশে, সওয়াল কবির

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.