আজ ইদ-উল-জোহা, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর

Updated By: Sep 2, 2017, 01:52 PM IST
আজ ইদ-উল-জোহা, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক:  আজ,শনিবার ইদ-উল-জোহা। কোরবানির এই ইদ উপলক্ষে সকাল থেকেই জামা মসজিদ সহ দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ নমাজের ব্যবস্থা করা হয়। বিভিন্ন প্রান্তে পবিত্র ইদের খুশিতে মেতে উঠেছেন ধর্মপ্রাণ ইসলাম ধর্মাম্বলম্বী মানুষ। একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন। দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দিচ্ছেন সকলে।

পবিত্র এই ইদে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা।

 

দিল্লির পাঁজা শরিফ দরগায় ইদের নমাজে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। রাজ্য তথা দেশের মানুষকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ও। কলকাতার রেড রোড, টিপু সুলতান মসজিদ, নাখোদা মসজিদ সহ সব জায়গাতেই ইদের নমাজের আয়োজন করা হয়।

 

.