অশান্তিতে কারও কোনও লাভ হয় না, গুজরাতে শান্তি বজায় রাখার আবেদন করে বললেন মোদী
গুজরাতে শান্তি বজায় রাখার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংরক্ষণের দাবিতে প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভে কাল থেকে উত্তাল গুজরাত। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় আধাসামরিক বাহিনীও। আমোদাবাদের নটি থানা এলাকায় ইতিমধ্যেই জারি হয়েছে কার্ফু। মুখ্যমন্ত্রীর বাড়ির সুরক্ষা আরও জোরদার করা হয়েছে। আমেদাবাদ ও সুরাটে বন্ধ করে দেওয়া হয়েছে ফোন ও ইন্টারনেট পরিষেবা। আজ নতুন করে গুজরাত বনধের ডাক দিয়েছেন হার্দিক প্যাটেল।
ওয়েব ডেস্ক: গুজরাতে শান্তি বজায় রাখার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংরক্ষণের দাবিতে প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভে কাল থেকে উত্তাল গুজরাত। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় আধাসামরিক বাহিনীও। আমোদাবাদের নটি থানা এলাকায় ইতিমধ্যেই জারি হয়েছে কার্ফু। মুখ্যমন্ত্রীর বাড়ির সুরক্ষা আরও জোরদার করা হয়েছে। আমেদাবাদ ও সুরাটে বন্ধ করে দেওয়া হয়েছে ফোন ও ইন্টারনেট পরিষেবা। আজ নতুন করে গুজরাত বনধের ডাক দিয়েছেন হার্দিক প্যাটেল।
Once again, I appeal to the people of Gujarat to maintain peace. Violence will never achieve anything: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 26, 2015
তবে রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে আরও পঞ্চাশ কোম্পানী আধাসামরিক বাহিনী গুজরাত পাঠাচ্ছে কেন্দ্র। দুপুরের দিকে আমেদাবাদের বেশকয়েকটি জায়গায় নতুন করে অশান্তি ছড়ায়। মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিসের দফায় দফায় সংঘর্ষে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় সুরাট ও আমেদাবাদ। গতকাল থেকেই বন্ধ রাখা হয়েছে আমেদাবাদ ও সুরাটের সব স্কুল ও কলেজ।