দেশের ২০ বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা মোদীর

Updated By: Oct 14, 2017, 06:24 PM IST
দেশের ২০ বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা মোদীর

নিজস্ব প্রতিবেদন: দেশের শিক্ষাব্যবস্থার উন্নতিতে বড় সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০টি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১০ হাজার কোটি টাকার তহবিলের ঘোষণা করলেন তিনি। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি যাতে বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় উঠে আসতে পারে, সেজন্য এই অর্থ খরচ করা হবে। 

পটনা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে মোদী বলেন,''বিশ্ববিদ্যালয়গুলিকে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান তকমা দেওয়ার প্রথা পুরনো হয়ে গিয়েছে। ১০টি বেসরকারি ও ১০টি সরকার বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান তৈরির লক্ষ্য নিয়েছে সরকার।''    

প্রধানমন্ত্রী বলার আগে পটনা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি দেওয়ার দাবি করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,''এই দাবির ব্যাপারে আমি কিছু বলতে চাই। কেন্দ্রীয় স্বীকৃতি দেওয়ার প্রথা পুরনো হয়ে গিয়েছে। আমরা কয়েকটি পদক্ষেপ করছি। আমরা পাঁচ বছরের জন্য ১০টি বেসরকারি ও ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দশ হাজার কোটি টাকার অর্থ সাহায্য দেব। প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নিজেদের যোগ্যতা তুলে ধরতে হবে।''    

 

আরও পড়ুন, সেপ্টেম্বরে রফতানি বৃদ্ধি পেল ২৫.৬৭%, কমল বাণিজ্য ঘাটতি

প্রধানমন্ত্রী আরও বলেন,''নির্বাচিত হতে গেলে নিজেদের যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। ইতিহাস, পারফরম্যান্স ও ভবিষ্যতের রোড ম্যাপের ভিত্তিতে নির্বাচন হবে। নিরপেক্ষ সংস্থা বিশ্ববিদ্যালয়গুলিকে চয়ন করবে।" প্রধানমন্ত্রীর বার্তা, পটনা বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে থাকলে চলবে না। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিকে পুঁথিগত শিক্ষার বাইরে উদ্ভাবনে জোর দেওয়ার পরামর্শও দিয়েছেন। 

আরও পড়ুন, মুম্বই হামলার পর পাক বিদেশমন্ত্রীকে ভারত ছাড়তে বলেছিলেন প্রণব মুখোপাধ্যায়

.