মহিলাদের জন্য দারুণ সুবিধা ঘোষণা মোদীর!
এতদিন বিয়ের পর পাসপোর্ট পেতে হলে বিবাহিত মহিলাদের ম্যারেজ সার্টিফিকেট বা ডিভোর্স সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। সেই নিয়ম এবার বদল করতে চলেছে বিদেশ মন্ত্রক। মহিলাদের জন্য দারুণ এক সুবিধার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও মহিলা বিবাহিত না অবিবাহিত, পাসপোর্ট তৈরির জন্য এখন থেকে তা উল্লেখের আর কোনও দরকার নেই।
ওয়েব ডেস্ক : এতদিন বিয়ের পর পাসপোর্ট পেতে হলে বিবাহিত মহিলাদের ম্যারেজ সার্টিফিকেট বা ডিভোর্স সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। সেই নিয়ম এবার বদল করতে চলেছে বিদেশ মন্ত্রক। মহিলাদের জন্য দারুণ এক সুবিধার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও মহিলা বিবাহিত না অবিবাহিত, পাসপোর্ট তৈরির জন্য এখন থেকে তা উল্লেখের আর কোনও দরকার নেই।
IMC-র মহিলা শাখার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটি ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, "পাসপোর্টের জন্য এখন থেকে মহিলাদের আর বিয়ে বা ডিভোর্সের সার্টিফিকেট জমা দিতে হবে না। বাবা-মায়ের নাম-ই তাঁরা অভিভাবক হিসেবে পাসপোর্টে ব্যবহার করতে পারবেন।"
আরও পড়ুন, চা ব্যবসায়ীর মেয়ের বিয়েতে যৌতুক 'উড়ছে' ১.৫ কোটি!