অনৈতিক কাজ করবেন না, সসম্মানে বিদায় নিন, ইয়েদ্দিকে নির্দেশ মোদী-শাহের

সংখ্যা জোগাড়ে ব্যর্থতার কথা দলের সর্বভারতীয় সভাপতিকে জানিয়ে দিয়েছেন ইয়েদুরাপ্পা। 

Updated By: May 19, 2018, 09:04 PM IST
অনৈতিক কাজ করবেন না, সসম্মানে বিদায় নিন, ইয়েদ্দিকে নির্দেশ মোদী-শাহের

নিজস্ব প্রতিবেদন: সংখ্যা জোগাড় করতে গিয়ে মুখ পোড়াতে নারাজ নরেন্দ্র মোদী-অমিত শাহ। বিজেপি শীর্ষ নেতৃত্বের সেই বার্তাই কর্ণাটকে পৌঁছে গিয়েছে বলে সূত্রের খবর। বিজেপি সূত্রে খবর, নরেন্দ্র মোদী ও অমিত শাহ স্পষ্ট নির্দেশ দিয়েছেন, অনৈতিকতার আশ্রয় নেওয়ার চেয়ে সসম্মানে বিদায় নেওয়া উচিত। 

সূত্রের খবর, ইয়েদুরাপ্পাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও জানিয়ে দিয়েছে, বিপক্ষের বিধায়ক ভাঙিয়ে আনতে কোনওভাবেই যেন আইন না ভাঙা হয়। রাজনৈতিক মহলের মতে, আর কয়েক মাস পরে লোকসভা নির্বাচন। তার আগে দলের ভাবমূর্তি খারাপ করতে চাইছেন না মোদী-শাহ। তাঁরা মনে করছেন, সসম্মানে বিদায় নিলে সাধারণ মানুষের সমর্থন বিজেপির পাশে থাকবে।         

আস্থাভোটের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে ইয়েদুরাপ্পা ফোন করেছেন বলে সূত্রের খবর। সম্ভবত সংখ্যা জোগাড়ে ব্যর্থতার কথা দলের সর্বভারতীয় সভাপতিকে জানিয়ে দিয়েছেন ইয়েদুরাপ্পা। ফলে আস্থাভোটের আগেই ইস্তফা দিতে চলেছেন তিনি।    

আরও পড়ুন- কুমারস্বামীর প্রথম বিয়ের বছরেই জন্মেছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী, বয়সের ফারাক ২৭ বছর

 

 

.