চিন, রাশিয়া সফরে প্রধানমন্ত্রী, জোড় সীমান্ত সমস্যায়

রবিবার রাশিয়া ও চিন সফরে উড়ে গেলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দু`দেশের সম্পর্কের বাধন আরও শক্ত করতেই প্রধানমন্ত্রীর এই সফর। বেচিংয়ের সঙ্গে সীমান্ত সমস্যা আলোচনার প্রধান বিষয় থাকবে বলে প্রধানমন্ত্রী মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

Updated By: Oct 20, 2013, 07:20 PM IST

রবিবার রাশিয়া ও চিন সফরে উড়ে গেলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দু`দেশের সম্পর্কের বাধন আরও শক্ত করতেই প্রধানমন্ত্রীর এই সফর। বেচিংয়ের সঙ্গে সীমান্ত সমস্যা আলোচনার প্রধান বিষয় থাকবে বলে প্রধানমন্ত্রী মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
দু`দেশের বিদ্যুৎ, প্রতিরক্ষা ও অন্যান্য অর্থনৈতিক বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিদেশ সফরের আগে দিল্লিতে এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অনন্য। বিদ্যুৎ, পারমাণবিক শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।" ভারতের উদ্বেগের বিষয়গুলি বেজিং সফরে তুলে ধরা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "ভারত ও চিন তাঁদের ঐতিহাসিক ইস্যুগুলি নিয়ে আগ্রহ দেখাবে।" দু`দেশের বন্ধুত্ব ও সাহায্যের সম্পর্কে প্রভাব না ফেলে বেজিংয়ের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

.