কোল-গেট কাণ্ডে আগামী মঙ্গলবার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই

কয়লা ব্লক বন্টন দুর্নীতি কাণ্ডে আগামি মঙ্গলবার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই। রিপোর্টে কুমারমঙ্গলম বিড়লা ও পি সি পারেখের বিরুদ্ধে দায়ের এফআইআরের বিষয়ে বিস্তারিত তথ্য সবোর্চ্চ আদালতকে জানাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একইসঙ্গে সামনে আসবে, এফআইআরে উল্লেখ করা যোগ্যতম ব্যক্তির নামও।

Updated By: Oct 20, 2013, 05:25 PM IST

কয়লা ব্লক বন্টন দুর্নীতি কাণ্ডে আগামি মঙ্গলবার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই। রিপোর্টে কুমারমঙ্গলম বিড়লা ও পি সি পারেখের বিরুদ্ধে দায়ের এফআইআরের বিষয়ে বিস্তারিত তথ্য সবোর্চ্চ আদালতকে জানাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একইসঙ্গে সামনে আসবে, এফআইআরে উল্লেখ করা যোগ্যতম ব্যক্তির নামও।
দু হাজার পাঁচে বিড়লাদের মালকানাধীন হিন্ডালকোকে বেআইনিভাবে কয়লা ব্লক বন্টনের পিছনে ছিলেন কে? কার নির্দেশে কাজ করেছিলেন প্রাক্তন কয়লা সচিব পি সি পারেখ? সম্ভবত আগামী মঙ্গলবারই সামনে আসতে চলেছে সেই ব্যক্তির নাম।
গত মঙ্গলবার কয়লা ব্লক বন্টন দুর্নীতিতে ১৪ নম্বর এফআইআর দায়ের করে সিবিআই।  এফআইআরে, কুমারমঙ্গলম বিড়লা ও প্রাক্তন কয়লা সচিব পিসি পারেখের বিরুদ্ধে  অভিযোগ আনা হয়। সিবিআইয়ের দাবি, হিন্ডালকো সহ কয়েকটি কোম্পানিকে বেআইনিভাবে কয়লা ব্লক পাইয়ে দিতে নিজের ক্ষমতার অপব্যবহার করেছিলেন প্রাক্তন কয়লা সচিব।
এফআইআরে উল্লেখ ছিল যোগ্যতম ব্যক্তির নির্দেশই একাজ করেছিলেন পারেখ। কয়লা কেলেঙ্কারিতে নাম জড়াতেই প্রধামন্ত্রী মনমোহন সিংকে কাঠগড়ায় তোলেন পি সি পারেখ। যোগ্যতম ব্যক্তি বলতে সিবিআই কাকে উল্লেখ করছে তা সামনে আনার দাবি জানান তিনি।
প্রাক্তন কয়লা সচিব প্রধানমন্ত্রীকে নিশানা করতেই, আসরে নামে কংগ্রেস।
মঙ্গলবার স্ট্যাটাস রিপোর্টে, এখনও পর্যন্ত তদন্ত কতটা এগিয়েছে সেবিষয়েও বিস্তারিত তথ্য সবোর্চ্চ আদালতকে জানাবে সিবিআই। 
 

.