সংখ্যালঘু মন্ত্রকের অনুষ্ঠানে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী

সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের অনুষ্ঠেনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। অনুষ্ঠান চলাকালীন এক ব্যক্তি সংখ্যালঘু উন্নয়নে কোনও প্রকল্প কার্যকর হয়নি বলে অভিযোগ করতে থাকেন।

Updated By: Jan 29, 2014, 02:08 PM IST

সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের অনুষ্ঠেনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। অনুষ্ঠান চলাকালীন এক ব্যক্তি সংখ্যালঘু উন্নয়নে কোনও প্রকল্প কার্যকর হয়নি বলে অভিযোগ করতে থাকেন।

প্রধানমন্ত্রী সবে তাঁর ভাষণ শেষ করেছেন, বক্তব্যের শেষ দিকে ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কংগ্রেস সরকারের আরও কাজ করার প্রতিশ্রুতি। তখনই উঠে দাঁড়ান এম ফেহীম বেগ। চিৎকার করে সংখ্যালঘুদের অনুন্নয়ন নিয়ে সওয়াল করেন। দাবি, সরকার শত শত প্রতিশ্রুতি ও প্রকল্প ঘোষণা করলেও তার কোনটাই বাস্তবায়িত হয়নি।

তখনই নিরাপত্তারক্ষীরা তাঁকে সমাবেশস্থলের বাইরে নিয়ে যায়।

.