টুইটার হ্যান্ডেলে 'চৌকিদার' যোগ করলেন মোদী, অনুসরণ করলেন শাহ-সহ অন্য BJP নেতামন্ত্রীরাও
এবার সবাইকে হতে হবে দেশের চৌকিদার। শনিবার এই আবেদন করার পরেই নিজের টুইটার হ্যান্ডেলের নাম বদলে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রীর পাশাপাশি টুইটার হ্যান্ডেলের নাম বদলে ফেলেছেন আরও কয়েকজন বিজেপি নেতা। যার মধ্যে রয়েছেন দলের সভাপতি অমিত শাহও।
নিজস্ব প্রতিবেদন: এবার সবাইকে হতে হবে দেশের চৌকিদার। শনিবার এই আবেদন করার পরেই নিজের টুইটার হ্যান্ডেলের নাম বদলে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রীর পাশাপাশি টুইটার হ্যান্ডেলের নাম বদলে ফেলেছেন আরও কয়েকজন বিজেপি নেতা। যার মধ্যে রয়েছেন দলের সভাপতি অমিত শাহও।
Your Chowkidar is standing firm & serving the nation.
But, I am not alone.
Everyone who is fighting corruption, dirt, social evils is a Chowkidar.
Everyone working hard for the progress of India is a Chowkidar.
Today, every Indian is saying-#MainBhiChowkidar
— Chowkidar Narendra Modi (@narendramodi) March 16, 2019
প্রধানমন্ত্রী মোদীর নামবদলের কিছুক্ষণের মধ্যেই নিজেদের টুইটার হ্যান্ডেলের নাম বদলে ফেলেন বিজেপি সভাপতি অমিত শাহ, মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, পীযূষ গোয়েল, জেপি নড্ডা, অমিত মালব্য, তেজিন্দর বাগ্গা। নামের আগে প্রধানমন্ত্রীর মতোই চৌকিদার যোগ করেন তাঁরা। ট্রেন্ড করতে শুরু করে #MainBhiChowkidar #ChowkidarPhirSe.
'বারুদের স্তূপ' বাঁকুড়া? লরির ভিতর উদ্ধার বস্তা বস্তা বিস্ফোরক!
প্রধানমন্ত্রীর দেখাদেখি নাম বদল করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস।
শনিবার 'ম্যায় ভি চৌকিদার' নামে একটি অভিযান শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক ব্যধিগুলির বিরুদ্ধে প্রতিটি দেশবাসীকে শপথ নিতে অনুরোধ করেন তিনি। মোদী বলেন, 'দেশকে রক্ষা করতে আপনাদের চৌকিদার সব সময় তত্পর। কিন্তু আমি একা নই, যে-ই দুর্নীতি, সামাজিক ব্যধিগুলির বিরুদ্ধে লড়াই করছেন তিনিই একজন চৌকিদার। দেশকে এগিয়ে নিয়ে যেতে যাঁরা মরণপণ লড়ছেন তাঁরা সবাই চৌকিদার।'