রেল স্টেশনে নিষিদ্ধ হল প্লাস্টিক, ধরা পড়লে গুণতে হবে মোটা টাকার জরিমানা

শুঘু হাওড়া বা বড় স্টেশনগুলিই নয়, সমস্ত স্টেশনেই জারি হল নয়া ফরমান। 

Updated By: Sep 11, 2019, 06:16 PM IST
রেল স্টেশনে নিষিদ্ধ হল প্লাস্টিক, ধরা পড়লে গুণতে হবে মোটা টাকার জরিমানা

নিজস্ব প্রতিবেদন : এখন থেকে প্লাস্টিক নিয়ে প্রবেশ করা যাবে না হাওড়া স্টেশনে। প্লাস্টিকের বোতল, ক্যারিব্য়াগ বা প্যাকেট নিয়ে ধরা পড়লে করা হবে মোটা টাকার জরিমানা। প্ল্যাটফর্ম চত্বর পরিস্কার রাখতে হাওড়া-সহ পূর্ব রেলের সব স্টেশনের আগামী ২ অক্টোবর থেকে লাগু হতে চলেছে নয়া নিয়ম।

 

বুধবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার পি সি শর্মা জানান, প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক সাফাই করা হয় স্টেশনগুলি থেকে। এর ফলে পরিবেশ দূষণ হচ্ছে। তাই পরিবেশ রক্ষার স্বার্থেই করা হল কড়া পদক্ষেপ। শুধু হাওড়া বা বড় স্টেশনগুলিই নয়, সমস্ত স্টেশনেই জারি হল নয়া ফরমান। 

আরও পড়ুন: মহরমে তলোয়ারের আঘাতে পুলিসকর্মী আহত হলেও অভিযোগ দায়ের হল না কেন, প্রশ্ন তুলল বিজেপি

স্টেশন চত্বরে প্রতিদিন প্রায় ৭,০০০-৮,০০০ প্লাস্টিক বোতল সাফ করা হয়। প্রতিদিন বাড়ছে এই সমস্যা। তাই তার মোকাবিলাতেই এই সিদ্ধান্ত। 

 

.