একবারই শুধু ব্যর্থতা, কোন মন্ত্রে একের পর এক নেতাদের কুর্সিতে বসান 'মেঘনাদ' PK?

এক দশকের কেরিয়ারে একাধিক নেতাকে কুর্সিতে বসিয়েছেন পিকে এবং এবং তাঁর আইপ্যাক। এই সাফল্যের রসায়ন কী? 

Updated By: Apr 19, 2022, 06:49 PM IST
একবারই শুধু ব্যর্থতা, কোন মন্ত্রে একের পর এক নেতাদের কুর্সিতে বসান 'মেঘনাদ' PK?
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ছিলেন রাষ্ট্রসংঘের চাকুরে। সেখান থেকে প্রশান্ত কিশোরের বর্তমান পরিচয়, পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট বা রাজনৈতিক কৌশল রচয়িতা অথবা ভোটকূশলী। একের পর এক নেতার হাত ধরেছেন। এনে দিয়েছেন সাফল্য। এককথায় রাজনীতির ‘মেঘনাদ’ পিকের হাত ধরেই সাফল্য ছুঁয়ে দেখেছেন বহু নেতা।

গুজরাতে মোদীর ভোটকূশলী
২০১২ সাল। দু’বার গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার পর তৃতীয়বার ভোটের মুখে নরেন্দ্র মোদী। প্রবল প্রতিষ্ঠানবিরোধী হাওয়া। মোদীর কৌশল তৈরির দায়িত্ব পেলেন প্রশান্ত কিশোর। ভোটে জিতে ফের মুখ্যমন্ত্রীর মসনদে মোদী। ভোটকূশলী পিকের জয়যাত্রার শুরু সেখান থেকেই। 

পিকে-র নজরকাড়া সাফল্য 
২০১২: গুজরাতে বিজেপির ভোট পরামর্শদাতা, ভোটে জিতে মুখ্যমন্ত্রী হন মোদী।
২০১৪: লোকসভা ভোটে বিজেপির পরামর্শদাতা, কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি।
২০১৫: জেডিইউ-এর ভোটকূশলী। বিহারের মুখ্যমন্ত্রী হন নীতীশ।
২০১৭: ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পরামর্শদাতা, পঞ্জাবের মুখ্যমন্ত্রী হন ক্যাপ্টেন।
২০১৯- অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির কৌশল রচয়িতা,  চন্দ্রবাবু নায়ডুর সরকারের পতন, মুখ্যমন্ত্রী হন জগনমোহন।
২০২০-দিল্লিতে আপের পরামর্শদাতা, দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল।
২০২১-পশ্চিমঙ্গে তৃণমূলের ভোটকূশলী, বিপুল ভোটে জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন মমতা।
২০২১-তামিলনাড়ুতে ডিএমকে-র পরামর্শদাতা, বিপুল ভোটে জিতে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।

অর্থাৎ মোদী থেকে মমতা, নীতিশ থেকে জগনমোহন, যখন যাঁর হাত ধরেছেন পিকে, তাঁকেই পৌছে দিয়েছেন কাঙ্খিত লক্ষ্যে। প্রায় এক দশকের কেরিয়ারে ধাক্কা খেয়েছেন একবারই। ২০১৭-উত্তরপ্রদেশে কংগ্রেসের পরামর্শদাতা হিসেবে যোগ দেন। কিন্তু কংগ্রেস পায় মাত্র ৭টি আসন। তাতে অবশ্য দমে যাননি। তারপরও একাধিক নেতাকে কুর্সিতে বসিয়েছেন পিকে এবং এবং তাঁর আইপ্যাক। এই সাফল্যের রসায়ন কী? 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পিকের সাফল্যের মন্ত্র- 
মন্ত্র ১: বুথ স্তরে পৌছে খুঁটিয়ে গবেষণা করা 
মন্ত্র ২: এলাকার সমস্যা জেনে সেই অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি করা 
মন্ত্র ৩: পেশাদারদের দিয়ে গবেষণা করানো
মন্ত্র ৪: পক্ষ-বিপক্ষের শক্তি ও দুর্বলতা বুঝে নেওয়া 
মন্ত্র ৫: অভিনব স্লোগান, প্রচার ও রাজনৈতিক কর্মসূচি তৈরি করা 
মন্ত্র ৬: খামতি বা ঘাটতি মেটাতে নিবিড় কৌশল তৈরি করা 

অধিকাংশ ক্ষেত্রেই পিকে ছিলেন রাজনীতির 'মেঘনাদ'। আড়ালে থেকে যুদ্ধ করেছেন প্রতিপক্ষের সঙ্গে। তবে ২০১৮-তে সক্রিয় রাজনীতিতে যোগ দেন পিকে। জেডিইউ-তে যোগ দেন প্রশান্ত কিশোর। যদিও নীতীশ কুমারের দলের সঙ্গে দু’ছরের মধ্যেই সম্পর্ক তলানিতে এসে ঠেকে। এরপরই রাজনীতি ছেড়ে দেন পিকে। এবার পিকের কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা তীব্র। পিকের হাতে গ্র্যান্ড ওল্ড পার্টি ঘুরে দাঁড়াতে পারে কিনা, রাজনৈতিক মহলের নজর সেদিকেই।

আরও পড়ুন, Prashant Kishor-Sonia Gandhi Meet: টার্গেট লোকসভা! ৪ দিনে তিনবার সোনিয়া-PK বৈঠক, ভোটকুশলীর একগুচ্ছ প্রস্তাব

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.