টানা ৩ দশক পিয়নের কাজ করে ৬টি বাড়ি, ২টি গাড়ির মালিকের সন্ধান পেল পুলিস

গত ৩০ বছর ধরে মধ্য প্রদেশের একটি ব্যাঙ্কে পিয়নের কাজ করেন কুলদীপ যাদব। মঙ্গলবার সকালে গোয়ালিয়রে তাঁর ছটি বাড়ির তিনটি বাড়িতে তল্লাসি চালিয়ে ৩ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল পুলিস।

Updated By: Sep 2, 2014, 02:19 PM IST
টানা ৩ দশক পিয়নের কাজ করে ৬টি বাড়ি, ২টি গাড়ির মালিকের সন্ধান পেল পুলিস
Photo Courtsey: www.ndtv.com

ওয়েব ডেস্ক: গত ৩০ বছর ধরে মধ্য প্রদেশের একটি ব্যাঙ্কে পিয়নের কাজ করেন কুলদীপ যাদব। মঙ্গলবার সকালে গোয়ালিয়রে তাঁর ছটি বাড়ির তিনটি বাড়িতে তল্লাসি চালিয়ে ৩ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল পুলিস।

মধ্য চল্লিশের কুলদীপ ১৯৮৩ সাল থেকে পিয়নের কাজ করেন কোঅপরেটিভ ব্যাঙ্কে। আপাত ভাবে চুপচাপ কুলদীপের সম্পত্তির পরিমান শুনে চমকে গিয়েছেন ব্যাঙ্ক এক্সিকিউটিভরা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোর ৩টে থেকে শুরু হয় তল্লাসি। লোকায়ুক্ত পুলিস তাঁর একটি ডুপ্লে বাংলো, ৫টি বড় বাড়ি, ২টি লাক্সারি গাড়ি, নগদ টাকা, গয়না ও ব্যাঙ্ক লকারের সন্ধান পেয়েছে পুলিস। সন্ধে পর্যন্ত চলবে তল্লাসি। তার মধ্যে আরও সম্পত্তির খোঁজ পাওয়া যাবে বলে আশা করছে পুলিস।

মাসে ২০,০০০ টাকা বেতন পেতেন কুলদীপ। সেই টাকায় তিন দশকে তাঁর সম্পত্তির পরিমান ১৫ থেকে ১৭ লক্ষর বেশি হওয়ার কথা নয়। কোনও বড় ধরনের দুর্নীতির সঙ্গে কুলদীপ বলে অনুমান করছে পুলিস।

 

.