কোম্পানির অনুমতি ছাড়াই পিএফের টাকা কীভাবে পাবেন, জানুন

অনলাইনেই প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার দিকে আরও একধাপ এগিয়ে যাওয়া গেল।

Updated By: Dec 4, 2015, 02:40 PM IST
 কোম্পানির অনুমতি ছাড়াই পিএফের টাকা কীভাবে পাবেন, জানুন

ওয়েব ডেস্ক: অনলাইনেই প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার দিকে আরও একধাপ এগিয়ে যাওয়া গেল।
রিটায়ারমেন্ট ফান্ড সংস্থা (ইপিএফও) ঘোষণা করে দিয়েছে, কর্মচারী তাঁর পিএফের টাকা চাইতেই পারেন, তাঁর কোম্পানির প্রত্যয়ন (অ্যাটেস্টেশন) ছাড়াই। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, দেখে নিন।

১) এই সুবিধা তাঁরাই পাবেন, যাঁদের ইউএএন নাম্বার সক্রিয় রয়েছে।

২) ইউএএন-এর সঙ্গে কর্মচারীর কেওয়াইসি অর্থাত্‍ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নাম্বার থাকতে হবে।

৩) যিনি পিএফের টাকা পাওয়ার জন্য আবেদন করছেন, তিনি এবার ফর্ম ১৯ ইউএএন, ১০-ম-ইউএএন এবং ৩১ ইউএএন কোম্পানির (অ্যাটেস্টেশন) ছাড়াই ফিল আপ করতে পারবেন।

৪) কোম্পানির (অ্যাটেস্টেশন) ছাড়াই ফর্ম ১৯, ফর্ম আইওসি ফিল আপ করতে পারবেন, যদি আপনার ইউএএন নাম্বার সক্রিয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নাম্বার থাকে।

৫) তবে, পিএফের টাকা পাওয়ার আবেদন আপনাকে প্রভিডেন্ট ফান্ড কমিশনারের অফিসে জমা দিতে হবে।

৬) নতুন ফর্মগুলোর আকার অর্ধেক পাতার হবে এবং কিছুতেই তিন পাতার বেশি আবেদন করা যাবে না।

.