ফের বাড়তে পারে পেট্রালের দাম
টাকার অবমূল্যায়ন এবং আন্তর্জাতিক বাজারে গ্যাসোলিনের মূল্যবৃদ্ধির ফলে ফের বাড়তে চলেছে পেট্রালের দাম। রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি সূত্রে খবর, লিটার প্রতি ৬৫ পয়সা দাম বাড়তে পারে পেট্রালের।
টাকার অবমূল্যায়ন এবং আন্তর্জাতিক বাজারে গ্যাসোলিনের মূল্যবৃদ্ধির ফলে ফের বাড়তে চলেছে পেট্রালের দাম। রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি সূত্রে খবর, লিটার প্রতি ৬৫ পয়সা দাম বাড়তে পারে পেট্রালের। বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি মূল্যবৃদ্ধির প্রস্তাব বিবেচনা করবে। দামে কোনও পরিবর্তন হলে তা কার্যকরী হবে শুক্রবার থেকে।
বাজারে এক ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকা ৭৫ পয়সা। এই পরিস্থিতিতে তেল কোম্পানিগুলির অপরিশোধিত তেল আমদানির খরচ স্বাভাবিকভাবেই বেড়েছে। তেল সংস্থাগুলির অভিযোগ, এর ফলে প্রতি লিটার পেট্রোলে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫-৫৬ পয়সায়। স্থানীয় কর যোগ করলে এ ক্ষেত্রে পেট্রোলের দাম লিটার প্রতি ৬৫-৬৬ পয়সা বাড়ানো প্রয়োজন।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় গত ১৬ নভেম্বর প্রতি লিটারে ২.২২ টাকা এবং ১ ডিসেম্বর লিটারে ৭৮ পয়সা কমানো হয়েছিল। কিন্তু মন্দাক্রান্ত অর্থনীতির অভিঘাতে ফের জনতার ঘাড়ে নেমে এল পেট্রোলের মূল্যবৃদ্ধির খাঁড়া।