Petrol-Diesel Price Hike: মধ্যবিত্তের মাথায় হাত! ফের বাড়ল জ্বালানির দাম
Petrol-Diesel Price Hike: কত টাকা দাম বাড়ল? কত হল বর্ধিত মূল্য?
নিজস্ব প্রতিবেদন: প্রায় প্রত্যেক দিন জ্বালানির দামবৃদ্ধির (Petrol-Diesel Price Hike) ফলে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। রবিবার সেই অশান্তি আরও বাড়ল। এদিন ফের একবার পেট্রল-ডিজেলের দাম বাড়ল (Petrol-Diesel Price Hike)। দুটো জ্বালানিরই দাম লিটারে ৩৫ পয়সা বাড়ল।
১০৮ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে পেট্রলের নতুন দাম হল ১০৮ টাকা ৮৫ পয়সা প্রতি লিটার এবং ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বেড়ে ডিজেলের নতুন দাম হল ৯৩ টাকা ৯২ পয়সা। সোমবার সকাল ৬টা থেকে কার্যকর হবে এই নয়া বর্ধিত দাম (Petrol-Diesel Price Hike)।
২০২১-এর শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানীর দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় দেশে পেট্রল (Petrol)-ডিজেলের (Diesel) দাম অনেকটা কমে যায়। এরপর জ্বালানীর উপর থেকে কর কমায় বিজেপিশাসিত রাজ্যগুলো। চাপে পড়ে এরপর কয়েকটি বিরোধীশাসিত রাজ্যও কর কমায়। ফলে একধাক্কায় আরও অনেকটা কমে দাম। যদিও পশ্চিমবঙ্গ সরকার পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর থেকে কর কমায়নি।
আরও পড়ুন: Amarnath Yatra: এবার অমরনাথ যাত্রা চলবে ৪৩ দিন, কবে থেকে শুরু জানিয়ে দিলেন J&K গভর্নর