প্রধান বিচারপতির ইমপিচমেন্ট: উপরাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা ঠুকেও তুলে নিল কংগ্রেস

প্রধান বিচারপতিকে ইমপিচমেন্ট করার উদ্যোগ নিয়েও এক কদম পিছিয়ে এল কংগ্রেস।

Updated By: May 8, 2018, 06:45 PM IST
প্রধান বিচারপতির ইমপিচমেন্ট: উপরাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা ঠুকেও তুলে নিল কংগ্রেস

নিজস্ব প্রতিবেদন: প্রধান বিচারপতিকে ইমপিচমেন্ট করার উদ্যোগ নিয়েও এক কদম পিছিয়ে এল কংগ্রেস।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে ইমপিচ করতে উপরাষ্ট্রপতির কাছে নোটিশ পাঠিয়েছিল কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা। সেই নোটিশ খারিজ করে দেন বেঙ্কাইয়া নাইডু। উপরাষ্ট্রপতির সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেন রাজ্যসভায় কংগ্রেসের দুই সাংসদ প্রতাপ সিং বাজওয়া ও হর্ষদয় ইয়াজনিক। মঙ্গলবার সুপ্রিম কোর্টে করা সেই আবেদনপত্র তুলে নিলেন কপিল সিব্বল।

আরও পড়ুন-ই-মেলের মাধ্যমে জমা পড়া মনোনয়ন বৈধ, সিপিএমের দাবিকে স্বীকৃতি দিল আদালত

আবেদনটি প্রত্যাহার করে নেওয়ায় মামলাটি খারিজ করে দেন বিচারপতি এ কে সিক্রি, বিচারপতি এস এ বোড়ে, এন ভি রামানা, বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি আদর্শ কে গিলের বেঞ্চ।

আরও পড়ুন-পঞ্চায়েত ভোটের সুরক্ষায় এই প্রথম সিভিক ভলান্টিয়ার ও এনভিএফ

এদিকে এ মামলায় সিব্বলের সওয়াল করা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী আর পি লুথরা ও আইনজীবী অশ্বনি উপাধ্যায়। তাঁরা বলেন, ইমপিচমেন্ট নোটিশে ‌যেসব আইনজীবী রাজনীতিববিদ সাক্ষর করেছেন তাদের সওয়াল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে বার কাউন্সিল। এরপর বেঞ্চ আদালত সিব্বলকে বলে, সওয়াল করবেন কিনা তা আপনিই ঠিক করুন। এরপরেই মামলা প্রত্যাহার করে নেন তিনি।

.