অফিসে কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র, দেখে নিন একনজরে

কোনও কর্মীর কোভিড উপসর্গ দেখা দিলে তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের ওপরে নজর রাখতে হবে

Updated By: May 19, 2020, 05:21 PM IST
অফিসে কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র, দেখে নিন একনজরে

নিজস্ব প্রতিবেদন: লকডাউন চললেও বহু অফিস এখনও খোলা। আবার ১৭ মে-র পর শর্তসাপেক্ষে গুটিকয় রাজ্যে খুলছে অফিস। কেন্দ্র সরকারের বহু অফিসই খোলা। এরকম এক অবস্থায় অফিসের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রে পার্সোন্যাল মিনিস্ট্রি।

কী রয়েছে ওই নির্দেশিকায়

# মাস্ক পরতেই হবে। বাইরে বের হলে তো মাস্ক মাস্ট।

# ওয়ার্ক ফ্রম হোম যতটাসম্ভব চালু করতে হবে।

# থার্মাল স্ক্যানিং, হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। কর্মীদের জন্য তার ব্যবস্থা করতে হবে অফিসকেই।

আরও পড়ুন-আরও কাছে ঘূর্ণিঝড়, আমফানের দাপটে বৃষ্টি শুরু হয়ে গেল রাজ্যে 

# বারবার অফিস স্যানিটাইজ করতে হবে।

# পান, গুটকা খেয়ে থুথু ফেললে শাস্তি।

# অফিসে থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

# কর্মীদের তাদের শরীরের ওপরে নজর রাখতে হবে। অসুস্থ হলেই খবর দিতে হবে।

# কোনও রকম ফ্লু হলে অফিস আসা যাবে না।

# কনটেইমেন্ট জোনে থাকা কর্মীদের অফিসে আনা যাবে না।

আরও পড়ুন-Live: লকডাউন ৪.০-এর মধ্যেই ভারতে ১ লক্ষ পার হল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা

অফিসে কেউ অসুস্থ হয়ে পড়লে

# অসুস্থ কর্মীকে আইসোললেশনে রাখতে হবে।

# অফিসের কর্তাকে ১০৭৫ হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে।

# কোনও কর্মীর কোভিড উপসর্গ দেখা দিলে তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের ওপরে নজর রাখতে হবে।

.