২০১৯ লোকসভা নির্বাচনে মোদীকে ক্ষমা করা উচিত নয়, গুজরাটের জনসভায় মন্তব্য যশবন্তের

য়ে যশবন্ত বলেন, ‘একসময় বিজেপিতে ছিলাম এর জন্য ক্ষমা চাইছি। তবে পরবর্তি নির্বাচনে মোদীকে ক্ষমা করতে রাজি নই।

Updated By: Nov 1, 2018, 01:10 PM IST
২০১৯ লোকসভা নির্বাচনে মোদীকে ক্ষমা করা উচিত নয়, গুজরাটের জনসভায় মন্তব্য যশবন্তের

নিজস্ব প্রতিবেদন: পাঁচ রাজ্যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। বুধবার মোদীর রাজ্যে গুজরাটের জুনাগড়ের ভান্থালিতে এক কৃষক সমাবেশে যশবন্ত বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোদীকে ক্ষমা করা উচিত নয়।

আরও পড়ুন-সঙ্ঘকে নিষিদ্ধ করেছিলেন সর্দার প্যাটেল, সেই বল্লভভাইয়ের বন্দনায় মোদী! কেন?

২০১৮ সালের ২১ এপ্রিল বিজেপি ছাড়েন যশবন্ত। কেন্দ্রে অর্থ ও বিদেশ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতর সামলানো যশবন্ত এদিন কৃষক সমাবেশে বলেন, ‘এই সরকার সবদিক থেকে ব্যর্থ। কৃষক, ছাত্র, মহিলা, দলিত সবাই মোদীর আমলে ভুগছে। এই সরকারের আমলে শুধু নতুন নতুন শ্লোগান শোনা যাচ্ছে। এই সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল একে ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া।‘

একদিন যে দলে ছিলেন এখন তারই বিরুদ্ধে সরব কেন! শুধু তাই নয় ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে তিনি  ও এনডিএ সরকারের আর এক প্রাক্তন মন্ত্রী অরুণ শৌরি কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাও করেছেন। এনিয়ে যশবন্ত বলেন, ‘একসময় বিজেপিতে ছিলাম এর জন্য ক্ষমা চাইছি। তবে পরবর্তি নির্বাচনে মোদীকে ক্ষমা করতে রাজি নই।‘

আরও পড়ুন-ইস্তফা দিতে চান নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রীর দাবি ঘিরে শোরগোল

প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহাকে তাঁদের এক সমাবেশে আমন্ত্রণ জানান হার্দিক প্যাটেল। নর্মদায় প্যাটের মূর্তির আবরণ উন্মোচন প্রসঙ্গে যশবন্ত বলেন, ওই অনুষ্ঠানে দেশের কৃষকদের জন্য কিছু প্রকল্পের কথা ঘোষণা করা উচিত ছিল মোদীর। এদিন কৃষকদের ওই সমাবেশে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহাও। গত লোকসভা নির্বাচনের সময় থেকেই তিনি বিজেপির বিরুদ্ধে সরব। এদিন সমাবেশে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতিতে আসিনি। কাল যদি দল আমাকে তাড়িয়ে দেয় তো আমার কোনও অভিযোগ নেই। দলের থেকেও দেশের মানুষকে বেশি ভালোবাসি।

 

.