৪৮ ঘণ্টা ধরে সন্ত্রাসের কবলে পাঠানকোট, জঙ্গি নেতা নাজির পাকিস্তানের বাহাওয়ালপুরের বাসিন্দা

আটচল্লিশ ঘণ্টা পরেও সন্ত্রাসের কবলে পাঠানকোট। লাগাতার অভিযানেও জঙ্গিমুক্ত নয় এয়ারবেস। কালই খতম লুকিয়ে থাকা এক জঙ্গি। বাগে এনে ফেলা হয়েছে আরও একজনকে। খবর অসমর্থিতসূত্রে। পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে অব্যাহত সেনা অভিযান। কমপক্ষে দুই জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন বায়ুসেনার ছয় কর্মী। শহিদ হয়েছেন এক NSG কমান্ডোও। শনিবারের অভিযানে আহত তিন বায়ুসেনা কর্মী গতকাল হাসপাতালে মারা যান। ফোনে আড়ি পেতে জানা গেছে, জঙ্গিদের নেতার নাম নাজির। সে পাকিস্তানের বাহাওয়ালপুরের বাসিন্দা।

Updated By: Jan 4, 2016, 08:55 AM IST
৪৮ ঘণ্টা ধরে সন্ত্রাসের কবলে পাঠানকোট, জঙ্গি নেতা নাজির পাকিস্তানের বাহাওয়ালপুরের বাসিন্দা

ওয়েব ডেস্ক: আটচল্লিশ ঘণ্টা পরেও সন্ত্রাসের কবলে পাঠানকোট। লাগাতার অভিযানেও জঙ্গিমুক্ত নয় এয়ারবেস। কালই খতম লুকিয়ে থাকা এক জঙ্গি। বাগে এনে ফেলা হয়েছে আরও একজনকে। খবর অসমর্থিতসূত্রে। পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে অব্যাহত সেনা অভিযান। কমপক্ষে দুই জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন বায়ুসেনার ছয় কর্মী। শহিদ হয়েছেন এক NSG কমান্ডোও। শনিবারের অভিযানে আহত তিন বায়ুসেনা কর্মী গতকাল হাসপাতালে মারা যান। ফোনে আড়ি পেতে জানা গেছে, জঙ্গিদের নেতার নাম নাজির। সে পাকিস্তানের বাহাওয়ালপুরের বাসিন্দা।

.